সুতীর্থা, নিকি এবং সালিমাকে বুধবার সংবর্ধনা দেওয়া হয়। রয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশি। —নিজস্ব চিত্র
দক্ষিণ পূর্ব রেল সংবর্ধনা দিল এ বারের টোকিয়ো অলিম্পিক্সে অংশ নেওয়া তাদের তিন প্রতিযোগীকে। সুতীর্থা মুখোপাধ্যায়, নিকি প্রধান এবং সালিমা তেতেকে বুধবার এই সংবর্ধনা দেওয়া হয়।
সুতীর্থা টেবিল টেনিসে এবং নিকি ও সালিমা মহিলা হকিতে অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। গার্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরে এই তিন মহিলা ক্রীড়াবিদকে সংবর্ধিত করেন সংস্থার জেনারেল ম্যানেজার অর্চনা যোশি। ছিলেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য আর্থিক উপদেষ্টা প্রশান্ত মিশ্র, প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার জারিনা ফিরদৌসি-সহ অন্য আধিকারিকরা।
সুতীর্থা দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরে এবং নিকি ও সালিমা রাঁচিতে কাজ করেন। তিনজনেরই পদোন্নতি হয়েছে। ভারতের মহিলা হকি দল অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করে। সুতীর্থা প্রথম রাউন্ডে জেতার পর দ্বিতীয় রাউন্ডে হেরে যান।