south africa

ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করল প্রোটিয়াবাহিনী, ইনিংসে হারলেন হোল্ডাররা

দক্ষিণ আফ্রিকার হয়ে ডি’কক করেন অপরাজিত ১৪১ রান। সেই শতরানে ভর করে ৩২২ রান করে প্রোটিয়াবাহিনী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১০:৫৪
Share:

দক্ষিণ আফ্রিকার হয়ে ডি’কক করেন অপরাজিত ১৪১ রান। ছবি: টুইটার থেকে

ঘরের মাঠে হার ওয়েস্ট ইন্ডিজের। কুইন্টন ডি’ককের শতরানে ভর করে ইনিংস এবং ৬৩ রানে জয় দক্ষিণ আফ্রিকার। ২ টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ ক্যারিবিয়ানদের।

Advertisement

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট করেন ১৫ রান। জেসন হোল্ডারের ২০ রানই তাঁদের ইনিংসে সর্বোচ্চ। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে ডি’কক করেন অপরাজিত ১৪১ রান। সেই শতরানে ভর করে ৩২২ রান করে প্রোটিয়াবাহিনী। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ শেষ ১৬২ রানে। বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন লুঙ্গি এনগিডি, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেন, “গোটা দল ভাল খেলেছে। অনেক পরিকল্পনা করা হয়েছিল, যা সফল হয়েছে। বলেছিলাম শতরান করতে, ৫ উইকেট নিতে। সবই সম্ভব হয়েছে। বোলাররা দুর্দান্ত খেলেছে। স্কোরবোর্ডে ৩০০ রান পার করেছি আমরা।” ব্রেথওয়েট বলেন, “ওরা ভাল করেছে ঠিকই তবে আমরা ভাল ব্যাট করতে পারিনি। দ্বিতীয় টেস্টে ভাল ব্যাট করতে হবে, তা হলেই ঘুরে দাঁড়াব আমরা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement