Sourav Ganguly

Sourav Ganguly: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্নেহাশিস, উদ্বিগ্ন ভাই সৌরভ

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে রয়েছেন সৌরভ। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনাও। দাদার অসুস্থতার খবর পেয়ে ফোন করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১১:০৮
Share:

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

হাসপাতালে ভর্তি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে পেটে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনাও। দাদার অসুস্থতার খবর পেয়ে ফোন করেন তিনি।

পেট খারাপের কারণেই পেটে ব্যথা বলে জানিয়েছে স্নেহাশিসের পরিবার। ইলেকট্রকার্ডিয়োগ্রাম (ইসিজি) করা হয়েছে তাঁর। পেটে কোনও সংক্রমণ রয়েছে কি না সেটাও দেখা হবে। সেই জন্য আলট্রাসোনোগ্রাফি (ইউএসজি) করা হবে।

Advertisement

করোনা পরীক্ষা করা হয়েছিল স্নেহাশিসের। সেই ফল নেগাটিভ এসেছে। কিছু দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement