Sourav Ganguly

Sourav Ganguly: আইপিএল, টি২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে শুক্রবারই মুম্বই পাড়ি দেওয়ার কথা সৌরভের

টি২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার কথা। অতিমারির পরিস্থিতিতে তা সম্ভব কি না সেই নিয়ে আলোচনা করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১২:৩৭
Share:

মুম্বই যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: পিটিআই

মুম্বই যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতেই পৌঁছে যাওয়ার কথা তাঁর। শনিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে মুম্বই থেকেই যোগ দেওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের। আইপিএল, টি২০ বিশ্বকাপ, ঘরোয়া ক্রিকেটারদের টাকা না পাওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।

Advertisement

বোর্ডের সুত্রে সংবাদ সংস্থা এএনআই-কে জানানো হয়েছে, ‘নেটমাধ্যমে বৈঠক হলেও, মুম্বই থেকে আয়োজন করা হবে। সৌরভ শুক্রবার রাতেই আসছে’। টি২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার কথা। অতিমারির পরিস্থিতিতে তা সম্ভব কি না সেই নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যেই করোনার প্রভাবে আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে। সেই বাকি অংশ কবে, কোথায় আয়োজন করা সম্ভব, সেই নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

টি২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি-র বৈঠক ১ জুন। তার আগে নিজেদের পুরোপুরি তৈরি রাখতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের বকেয়া টাকা দেওয়া নিয়েও আলোচনা হবে। বোর্ডের সেই সূত্র বলেন, “কোনও সন্দেহ নেই ক্রিকেটারদের টাকা দেওয়া হবে। ক্ষতিপূরণ নিয়েও আলোচনা করা হবে। এক সঙ্গে বসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে শনিবারের পর একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement