Coronavirus in Kolkata

করোনা পরীক্ষা করালেন সৌরভ, ফল ‘নেগেটিভ’

সৌরভের দাদা স্নেহাশিস করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি হাসপাতালে ভর্তিও হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৬:৪৫
Share:

স্বস্তি: ‘নেগেটিভ’ সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। শুক্রবারেই তাঁর পরীক্ষার ফল হাতে পেয়েছেন সৌরভ। বেশি রাতে পাওয়া এই খবর নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা না গেলেও প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠমহল থেকে নিশ্চিত হওয়া গিয়েছে পরীক্ষার ফল সম্পর্কে।

Advertisement

সৌরভের দাদা স্নেহাশিস করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি হাসপাতালে ভর্তিও হয়েছেন। এখন অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে দাদার করোনা হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল সৌরভ এবং পরিবারের অন্যদের নিয়ে। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট বেহালার বাড়িতে নিভৃতবাসে চলে গিয়েছিলেন স্নেহাশিসের রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরে।

আইসিসি ও বোর্ডের বৈঠক তিনি বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে করছিলেন। বাইরে কোথাও যাচ্ছিলেন না। সূত্রের খবর, দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন বাড়ি থেকে বেরোবেন না বলে। সৌরভের মধ্যে যদিও কোনও উপসর্গ দেখা দেয়নি। তবুও ঝুঁকি না নিয়ে নিজেরও করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গোপাধ্যায় পরিবারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement