—ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ সফরের একদিনের ভারতীয় দলে শুভমন গিলকে না রাখা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বুধবার সেই বিষয়ে নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন দলে রাখা হল না তরুণ শুভমন গিলকে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে সৌরভ দাবি জানালেন, নির্বাচন কমিটি যেন নীতি প্রয়োগের ক্ষেত্রে ভবিষ্যতে ধারাবাহিকতা দেখায়।
প্রসঙ্গত এই মুহূর্তে ভারত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটসম্যান। সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে তিনিই প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন। তার পরেও এম এস কে প্রসাদ পরিচালিত নির্বাচক কমিটি এই তরুণ প্রতিভাকে দলে রাখার প্রয়োজন অনুভব করল না, তা নিয়ে ক্রিকেট মহলে জোরালো প্রশ্ন উঠছে। এমনকী, একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শুভমন বলেছেন, ‘‘রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণার জন্য অপেক্ষা করেছিলাম। আশা করেছিলাম, তিন দলের একটিতে অন্তত সুযোগ দেওয়া হবে।’’ যোগ করেন, ‘‘সুযোগ না পেয়ে হতাশ হয়েছি কিন্তু সময় নষ্ট না করে নিয়মিত রান করে নির্বাচকদের সন্তুষ্ট করার চেষ্টা করে যাব।’’
এ বার বিশ্বকাপে মোটেও ছন্দে না থাকা কেদার যাদবকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ বাদ পড়েছেন ছন্দে থাকা শুভমন। যিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২১৮ রান করেছেন। তা নিয়ে সৌরভ টুইটারে লিখেছেন, ‘‘দলে ছন্দ আর আত্মবিশ্বাস বজায় রাখতে ভারতীয় নির্বাচকদের উচিত তিন ধরনের ক্রিকেটে একই ক্রিকেটারদের খেলানো। আমাদের খুব কম ক্রিকেটার যা খেলে। বড় দলগুলোয় কিন্তু ধারাবাহিকতা আছে এমন ক্রিকেটাররাই সব সময় খেলে। সবাইকে খুশি করাটা কাজ নয়। দরকার দেশের জন্য সেরা দলটা বেছে ধারাবাহিকতা রক্ষা করা।’’
গিলের সঙ্গে অজিঙ্ক রাহানেকেও কেন রাখা হল না, তা নিয়েও সৌরভ টুইটারে লিখেছেন, ‘‘এই দলের অনেকে তিন ধরনের ক্রিকেটেই খেলতে পারে। অবাক হয়েছি শুভমন গিল ও আজিঙ্ক রাহানেকে একদিনের দলে না দেখে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।