সৌরভ গঙ্গোপাধ্যায়।—ফাইল চিত্র।
বিশ্ব ক্রিকেটে ভারতকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু ব্যাট হাতেই নয়, সৌরভ ছিলেন এক জন দক্ষ অধিনায়কও। সৌরভের নেতৃত্বে একের পর এক মাইলস্টোন স্পর্শ করেছিল টিম ইন্ডিয়া।
দীর্ঘদিন অধিনায়কত্ব ছাড়লেও তাঁর চোখ যে জহুরির তা আবারও বুঝিয়ে দিলেন সৌরভ।
এই মুহূর্তে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্য দেওয়ার জন্য নিউজিল্যান্ডে রয়েছেন সৌরভ। রবিবার ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন সৌরভ। মাভি-নাগারকোটিদের দাপটে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারায় ভারত। মাঠে বসেই এই জয়ের সাক্ষী থেকেছেন সৌরভ।
আরও পড়ুন: দ্বিতীয় দিন ৩৩৫ রানেই অল-আউট দক্ষিণ আফ্রিকা
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের
এর পরই টুইট করেন সৌরভ। সৌরভ লেখেন, “মাভি এবং নাগারকোটি, এই দুই অনূর্ধ্ব-১৯ ফাস্ট বোলারের ওপর নজর রাখো।”