Cricket

বিশ্বকাপে কি কিপিং করবেন রাহুল? সৌরভ বললেন...

লোকেশ রাহুল কিপিং করায় ঋষভ পন্থকে নিজের জায়গা হারাতে হচ্ছে। আর তা নিয়েই চলছে জোর আলোচনা। যা নিয়ে মত দিলেন সৌরভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৬:৩৬
Share:

রাহুলের প্রশংসা করলেন সৌরভ।

দ্বৈত ভূমিকায় লোকেশ রাহুল। উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন আবার ব্যাট হাতে ওপেনও করছেন। দেশের প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, রাহুলের উপরে চাপ পড়ে যাচ্ছে।

Advertisement

লোকেশ রাহুল কিপিং করায় ঋষভ পন্থকে নিজের জায়গা হারাতে হচ্ছে। আর তা নিয়েই চলছে জোর আলোচনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, পুরোটাই কোহালি ও রবি শাস্ত্রীর সিদ্ধান্ত। সৌরভ বলছেন, “টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক নতুন দায়িত্ব দিয়েছে লোকেশ রাহুলকে।’’

লোকেশ রাহুলের পারফরম্যান্সে খুশি সৌরভ। কর্নাটকের ব্যাটসম্যানের প্রশংসা করে বোর্ড প্রেসিডেন্ট বলছেন, “ওয়ানডে ও টি টোয়েন্টিতে বেশ ভাল খেলছে রাহুল। টেস্ট ক্রিকেটেও শুরুটা বেশ ভাল করেছিল ও। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ওর ফর্ম পড়তির দিকে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে রাহুল খুবই ভাল করছে। আশা করি আগামী দিনেও লোকেশ রাহুল ভালই করবে। ওকে ওপেন করানোর পাশাপাশি কিপিং করানোর সিদ্ধান্ত পুরোপুরি কোহালি ও রবি শাস্ত্রীর।’’

Advertisement

আরও পড়ুন: আইপিএলের পরেই সরছেন ধোনি? শাস্ত্রীর মন্তব্যে ফের জল্পনা

পন্থ এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রতিটি সিরিজেই ব্যর্থ হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে লোকেশ রাহুল কিপিংও করছেন। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেও পন্থকে মাঠের বাইরে থাকতে হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপেও কি লোকেশ রাহুলই কিপিং করবেন? সৌরভ বলছেন, ‘‘নির্বাচক, বিরাট আর রবি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ওরা যেটা ভাল মনে করবে, সেই মতোই সিদ্ধান্ত নেবে।’’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ছিলেন নয়নের মণি, আজ সেই ‘প্রতিভা’ ভুগছে অস্তিত্ব সঙ্কটে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement