Cricket

দশকের সেরা উইকেট শিকারী, তবুও আড়ালে অশ্বিন, টুইট করলেন সৌরভ

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার পরে পুরনো ছন্দেই ধরা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৪২
Share:

অশ্বিনের প্রশংসায় সৌরভ। —ফাইল চিত্র।

এক দশকে সব চেয়ে বেশি উইকেট নিলেও তাঁর উপরে নেই প্রচারের আলো। রবিচন্দ্রন অশ্বিন যেন সব সময়েই উপেক্ষিত এক ক্রিকেটার। সব ধরনের ফরম্যাট মিলিয়ে দেশের অফ স্পিনার এক দশকে ৫৬৪টি উইকেট নিয়েছেন।

Advertisement

তবুও তিনি কেন প্রচারের আড়ালে তা নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চিন্তিত। টুইটারে অশ্বিনের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, ‘‘ এই দশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছে অশ্বিন। দুর্দান্ত প্রচেষ্টা। এত কিছু পরেও অশ্বিনের এই কীর্তির কথা কেউই মনে রাখেনি।’’

চোট সারিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন এই অফ স্পিনার। দেশের হয়ে খেলতে নেমে ফুল ফুটিয়েছেন অশ্বিন। তাঁর ঝুলিতে ৫৬৪টি উইকেট। অশ্বিনের ঠিক পিছনেই রয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

Advertisement

এক দশকে অ্যান্ডারসন নিয়েছেন ৫৩৫টি উইকেট। ৫২৫টি উইকেট নিয়ে অ্যান্ডারসনের ঠিক পিছনেই রয়েছেন ব্রড। নিউ জিল্যান্ডের দুই দ্রুত গতির বোলার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট এক দশকে নিয়েছেন যথাক্রমে ৪৭২ ও ৪৫৮টি উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement