ধোনিকে নিয়ে চলছে অনন্ত জল্পনা। — ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ কী? ব্যাট হাতে নেমে ফের কি ‘হেলিকপ্টার শট’ মারতে দেখা যাবে তাঁকে? না কি হঠাৎই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেবেন?
ধোনিকে নিয়ে অনন্ত জল্পনা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, নিজের অবস্থা সব চেয়ে ভাল বলতে পারবেন স্বয়ং ধোনি। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‘সমস্ত বড় প্লেয়ারকেই এক সময়ে জুতো তুলে রাখতে হয়। এটাই স্পোর্টস। ফুটবলে মারাদোনাকে অবসর নিতে হয়েছিল। (সচিন) তেন্ডুলকর, (ব্রায়ান) লারা, (স্যর ডন) ব্র্যাডম্যান—সবাইকেই খেলা ছাড়তে হয়েছে। এটাই নিয়ম। এমএস ধোনিকেও একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে।’’
ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ধোনির কার্যকারিতা নিয়ে গলা ফাটিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে ধোনিকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিশ্বকাপে দেশবাসীর স্বপ্ন সফল হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মার্টিন গাপ্তিলের থ্রোয়ে স্বপ্ন ভেঙে গিয়েছিল ভারতের। ধোনি রান আউট হতেই ভারতও ছিটকে যায় বিশ্বকাপ থেকে।
আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের জন্য এই ‘বিশেষ’ পুরস্কার পাচ্ছেন লিচ
আরও পড়ুন: এই ১ রান আমার ৯২ রানের ইনিংসের চেয়েও দামি, বলছেন লিচ
বিশ্বকাপের পরে প্রায় দু’ মাস ক্রিকেট থেকে দূরে ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সেনাবাহিনীর ট্রেনিংয়ে ব্যস্ত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর অবসর প্রসঙ্গে মুখ্য নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলেন, ‘‘অবসর গ্রহণ একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার কখন ছেড়ে দেওয়া উচিত। ধোনির ভবিষ্যৎ কী, তাঁকে নিয়ে ভাবনাচিন্তা কী, তা পুরোটাই নির্বাচন কমিটির হাতে।’’ সৌরভ মনে করেন কেরিয়ারের এমন একটা সন্ধিক্ষণে ধোনি এখন পৌঁছে গিয়েছেন, যিনি নিজেই নিজের অবস্থা মূল্যায়ন করে দেখতে পারবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ধোনি এখনও ভারতকে ম্যাচ জেতাতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত ওকেই নিতে হবে। আজীবন খেলবে না ধোনি, ভারতীয় ক্রিকেটকে তা মেনে নিতে হবে।’’ সৌরভের ব্যাখ্যা, ‘‘ধোনি, বিরাট কোহালি, সচিন তেন্ডুলকররা খেলা চালিয়ে গেলে আগের মতোই ম্যাচ জেতাবে এরকম প্রত্যাশাই থাকে মানুষের। কতটা জ্বালানি পড়ে রয়েছে, তা একজন খেলোয়াড়ই ভাল বলতে পারবে। আমি বিশ্বাস রাখি, এ ব্যাপারে ধোনি নিজেই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’