Cricket

বিরাট-নির্বাচকদের আগেই ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন ধোনি, নিশ্চিত সৌরভ

ধোনিকে নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। না বিরাট, না নির্বাচকরা। আর ধোনির মনের খোঁজ  তো পায়নি কেউই। ফলে বিশ্বজয়ী ভারত অধিনায়ককে নিয়ে বাড়ছে জল্পনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৯:০৫
Share:

ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনও ধারণাই নেই সৌরভের। —ফাইল চিত্র।

ভারত অধিনায়ক বিরাট কোহালি, নির্বাচকদের নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। এ ব্যাপারে নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও ধোনির সঙ্গে সৌরভের কথা হয়নি। মাহির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সৌরভ বিন্দু বিসর্গ জানেন না।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ক্যাপ্টেনের সঙ্গে নিশ্চয় কথা বলেছে ধোনি। আমি নিশ্চিত নির্বাচকদের সঙ্গেও নিজের ভবিষ্যৎ নিয়ে ও কথা বলেছে।’’

ধোনিকে নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। না বিরাট, না নির্বাচকরা। আর ধোনির মনের খোঁজ তো পায়নি কেউই। ফলে বিশ্বজয়ী ভারত অধিনায়ককে নিয়ে বাড়ছে জল্পনা। কোহালি থেকে সৌরভ, সবাইকেই প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে ধোনির ভবিষ্যৎ নিয়ে।

Advertisement

আরও পড়ুন: রিংয়েই দিলেন জবাব, জারিনকে হারিয়ে হাতও মেলালেন না মেরি কম

বোর্ড প্রেসিডেন্ট বলছেন, ‘‘ধোনি কী করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। আমার এ সম্পর্কে কোনও ধারণা নেই। ধোনির সঙ্গে আমার কথাও হয়নি।’’

ধোনির নেতৃত্বেই ভারত শেষ বার আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ২০১৩ সালে। সে বার ধোনির নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারিয়েছিল ইংল্যান্ডকে। তার পরে আইসিসি-র কোনও টুর্নামেন্টে সাফল্য পায়নি ভারতীয় দল। সৌরভ বলেন, ‘‘এ ব্যাপারে বিরাট ও রবির (শাস্ত্রী) সঙ্গে কথা বলতে হবে। দল হিসেবে ভারত খুবই শক্তিশালী। তবে হার্ডল টপকানোর রাস্তাটা খুঁজে বের করতে হবে দলকেই।’’

আরও পড়ুন: কেরিয়ার ধ্বংস করেছিলেন ইমরান, অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার

পরের বছর অস্ট্রেলিয়ায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সম্ভাবনা কতটা? সৌরভ বলেন, ‘‘ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা ধরে। আমার কিছু পরামর্শ এবং আইডিয়া রয়েছে। সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ব্যাটিং ইউনিট হিসেবে ভারত খুব ভাল রান তাড়া করে। কত রান তুলতে হবে, তা আগে থেকেই জানা থাকে। কিন্তু প্রথমে ব্যাট করে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যায় পড়ে গিয়েছে ভারত। এই সমস্যার সমাধান করতে হবে।’’ বিশ্বকাপের আগেই এই সমস্যার সমাধান করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement