তিনি বরিস বেকারের বান্ধবী। দু’বছর ধরে তিন বারের উইম্বলডনজয়ীর সঙ্গী লিলিয়ান দে কার্ভালহো মনটেইরো। কিন্তু কে এই ৪২ বছর বয়সি সুন্দরী? ঋণখেলাপি মামলায় জড়িয়ে আড়াই বছরের জন্য জেলে বরিস। তাঁর সর্বক্ষণের সঙ্গী টেনিস তারকা জেলে ঢোকার আগে তাঁর উদ্দেশে চুমু ছুড়ে দেন লিলিয়ান।
লন্ডনবাসী লিলিয়ান এক জন রাজনৈতিক বিশ্লেষক। আফ্রিকা সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর তিনি। পাঁচটি ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারেন। জার্মান ভাষা জানেন। তিনটি বিষয়ে ডিগ্রি রয়েছে তাঁর।
আফ্রিকার সাও টোমে এবং প্রিন্সিপ দ্বীপে জন্ম লিলিয়ানের। তাঁর বাবা ভিক্টর মন্টেইরো ছিলেন রিপাব্লিকের স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
লিলিয়ানের ছোটবেলা কেটেছে ইটালির রোমে। সেখানে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করতেন তিনি। পরে যোগ দেন লা সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ে।
২৫ বছর বয়সে স্কুল অব ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিস থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি।
বরিসের সঙ্গে লিলিয়ানের আলাপ হয় ৪০ বছর বয়সে। সেই সময় বরিস চার সন্তানের বাবা। বারবারা বেকার (১৯৯৩-২০০১) এবং লিলির (২০০৯-২০১৮) সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।
২০২০ সাল থেকে বরিসের সঙ্গী লিলিয়ান। ২০২১ সালে দুবাইয়ে সময় কাটাতে দেখা যায় তাঁদের। লকডাউনের একটা পর্বে সেখানেই ছিলেন তাঁরা।
এই বছর বরিসের সব সময়ের সঙ্গী ছিলেন তিনি। শুনানি চলাকালীন বরিসের সঙ্গেই ছিলেন লিলিয়ান। ঋণখেলাপের অভিযোগ ছিল বরিসের বিরুদ্ধে।
এই মামলায় বরিসের বিরুদ্ধে অভিযোগ ওঠে ২০ কোটি টাকার বেশি সম্পত্তি লুকিয়ে রাখার। ঋণ জমা দেওয়ার থেকে নিজেকে বাঁচাতেই এমন করেছেন বরিস।
জেলে যাওয়ার সময় পর্যন্ত বরিসের পাশে দেখা যায় লিলিয়ানকে। টেনিস তারকার উদ্দেশে চুমুও ছুড়ে দেন তিনি।