সেরা: বোর্ড প্রেসিডেন্ট সৌরভ ট্রফি তুলে দিচ্ছেন স্মৃতির হাতে। আইপিএল
মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে দুরন্ত হাফসেঞ্চুরি স্মৃতি মন্ধানার। হরমনপ্রীত কৌরের সুপারনোভাসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন ট্রেলব্লেজ়ার্সের অধিনায়ক স্মৃতি। তিনিই ম্যাচের সেরা। আট উইকেট হারিয়ে ১১৮ রান করে ট্রেলব্লেজ়ার্স। জবাবে ১০২-৭ স্কোরে আটকে যায় সুপারনোভাস। ট্রেলব্লেজ়ার্স চ্যাম্পিয়ন হয় ১৬ রানে। মোট পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে এই ইনিংস গড়েন স্মৃতি। রান তাড়া করতে গিয়ে ১৯তম ওভারে তিন উইকেট নিয়ে হরমনপ্রীতদের জয়ের স্বপ্ন শেষ করে দেন সলমা খাতুন। চার ওভারে মাত্র ১৭ রান দেন ঝুলন গোস্বামী। হরমনপ্রীতদের হয়ে পাঁচ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার রাধা যাদব।
সংক্ষিপ্ত স্কোর: ট্রেলব্লেজ়ার্স ১১৮-৮, স্মৃতি ৬৮, রাধা ৫-১৬। সুপারনোভাস ১০২-৭, হরমনপ্রীত ৩০, খাতুন ৩-১৮।