Steve Smith

বিশ্রাম নেওয়ার সময়ও মাথায় ঘুরছে টেস্ট: স্মিথ

অস্ট্রেলীয় পেসার মনে করেন, বিরাটের বিরুদ্ধে শুরুটা ভাল করতেই হবে। না হলে হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৪:১০
Share:

—ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার ফাঁকে বিশ্রাম নেওয়াও জরুরি বলে মনে করেন তিনি। কিন্তু বিশ্রাম নেওয়ার সময়ও মাথা থেকে টেস্ট ম্যাচকে সরাতে পারছেন না অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা স্টিভ স্মিথ

Advertisement

রবিবার স্মিথ টুইট করেন, ‘‘টেস্ট ম্যাচের প্রস্তুতি নেওয়ার সময় বিশ্রাম নেওয়াও জরুরি। তা সে রবিবার কফি খাওয়ার সময় ঘণ্টাখানেকই হোক না কেন। তবে আমার কাছে ব্যাপারটা সোজা নয়। মাথার মধ্যে ক্রিকেট ঘুরপাক খেয়েই চলে। শ্যাডো ব্যাটিংও আটকানো কঠিন।’’ প্রস্তুতি চলছে আর এক অস্ট্রেলীয় ক্রিকেটারেরও। ওয়ান ডে সিরিজে তিন বার আউট করেছেন বিরাট কোহালিকে। তাই জশ হেজ্‌লউড মনে করেন, টেস্ট ম্যাচে মানসিক ভাবে কিছুটা হলেও বিরাটের চেয়ে এগিয়ে থাকবেন তিনি। তবে বিরাট যে কঠিন প্রতিপক্ষ, তা স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলীয় পেসার।

রবিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে হেজ্‌লউড বলেছেন, ‘‘ওয়ান ডে সিরিজে বিরাটের বিরুদ্ধে ভাগ্য সঙ্গ দিয়েছে। তাই পরবর্তী সিরিজে কিছুটা হলেও মানসিক ভাবে হয়তো এগিয়েই থাকব। তবে টেস্ট সিরিজ একেবারেই আলাদা। এটাও দেখতে হবে, গত বার লাল বলের ক্রিকেটে বিরাট কিন্তু যথেষ্ট সফল।’’

Advertisement

আরও পড়ুন: ঋষভ, না ঋদ্ধিমান, বাছাই করা অত্যন্ত কঠিন, বলছেন হনুমা বিহারি

আরও পড়ুন: গত সিরিজের সাফল্য এ বার পূজারা মাথায় রাখছেন না

অস্ট্রেলীয় পেসার মনে করেন, বিরাটের বিরুদ্ধে শুরুটা ভাল করতেই হবে। না হলে হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারে। হেজ্‌লউডের কথায়, ‘‘শুরু থেকেই ওর বিরুদ্ধে ভাল বল করতে না পারলে সমস্যা বাড়বে। শুরুটা ভাল করতেই হবে। বিরাটকে ভারত দু'টি ইনিংসের জন্য পাচ্ছে। দেখতে হবে, এই অল্প সুযোগের মধ্যে ও যেন ভয়ঙ্কর কিছু করে উঠতে না পারে। ক্রিজে থিতু হওয়ার আগেই উইকেট তুলে

নিতে হবে ওর।’’ পারিবারিক সমস্যা মিটিয়ে সোমবারই দলের সঙ্গে যোগ দিচ্ছেন মিচেল স্টার্ক। সাতটি দিনরাতের টেস্টে ৪২টি উইকেট নেওয়া স্টার্কই অস্ট্রেলিয়ার সেরা অস্ত্র।

অস্ট্রেলিয়ার হয়ে দিনরাতের টেস্টে কে ওপেন করবেন, তা নিেয় প্রাক্তনরা নানা পরামর্শ দিচ্ছেন। শেন ওয়ার্ন যেমন চান, ম্যাথু ওয়েড ওপেন করুন। মার্ক ওয়ের পছন্দ টিম পেন। আবার অ্যাডাম গিলক্রিস্ট চান, স্টিভ স্মিথকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement