আগেও ক্রিকেটে স্লেজিং হত, মত কিরমানির। ছবি: পিটিআই।
বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে বাইশ গজের লড়াইয়ের আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। চার টেস্টের সিরিজের প্রথমটিতে অ্যাডিলেডে ভারত দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর পার্থে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত সিরিজ ১-১। আগামী বুধবার মেলবোর্নে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। তার আগে দু পক্ষই জোরদার প্রস্তুতিতে ব্যস্ত।
চলতি সিরিজে দু দলের ক্রিকেটারদের মধ্যে চলা বাগযুদ্ধ নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। ভারতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষক সৈয়দ কিরমানি অবশ্য স্পষ্টই বলেছেন, বাইশ গজের যুদ্ধে শুধুই ব্যাট-বল নয়, লড়াই হয় মুখেও! ক্রিকেট মাঠে কথা চালাচালির এই ঘটনা নতুন কোনও ব্যাপার নয়।
দিন কয়েক আগেই বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির তীব্র সমালোচনা করেন। মাঠের মধ্যে কোহালির আচরণ যে একেবারেই সমর্থন যোগ্য নয়, সেটাও স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন ‘পার’, ‘মির্চ মশালা’-র মতো চলচ্চিত্র বিদগ্ধ মহলে উচ্চ প্রশংসিত ছবির নায়ক। কিরমানি আলাদা করে নাসিরের অভিমত নিয়ে কিছু বলতে চান নি।
আরও পড়ুন: সুযোগ পেয়েও বাধা দিইনি, হতাশ স্মিথ
আরও পড়ুন: দ্রাবিড়ের মতে, সেরা লক্ষ্মণের ইনিংসই
তবে, কোহালিকে নিয়ে বলে গেলেন, “অন্যরা কে কী বললেন তা নিয়ে মন্তব্য জুড়তে চাই না। সকলেরই আলাদা দৃষ্টিভঙ্গী রয়েছে। একটা ঘটনাকে আলাদা আলাদা প্রেক্ষিতে দেখেন, বিচার করেন। কোহালি সম্পর্কে নাসির যা বলেছেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত মত। তবে, এটাও মাথায় রাখতে হবে,আচরণগত একটা স্বাভাবিক প্রতিক্রিয়া সকলের মধ্যেই ফুটে বেরোয়। বিরাটও তার ব্যতিক্রম নয়। ”
এরই সঙ্গে কিরমানি আরও যোগ করেছেন, “আমাদের সময়ে প্রযুক্তির এত উন্নতি হয় নি। তখনও ক্রিকেট ছিল জেন্টলমেনস গেম। আমরা তা নিয়ে গর্ব করি। তবে, বলে রাখি, স্লেজিং কিন্তু তখনও ছিল। “