PV Sindhu

Singapore Open 2022: মাত্র ৩২ মিনিটে জয়! সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু

সেমিফাইনালে হারালেন জাপানের সায়েনা কাওয়াকামিকে। মাত্র ৩২ মিনিটে সেমিফাইনালে জিতলেন তিনি। ম্যাচের ফল ২১-১৫, ২১-৭।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৩:০৪
Share:

ফাইনালে সিন্ধু। —ফাইল চিত্র

সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু। সেমিফাইনালে হারালেন জাপানের সায়েনা কাওয়াকামিকে। শনিবার মাত্র ৩২ মিনিটে সেমিফাইনালে জিতলেন তিনি। ম্যাচের ফল ২১-১৫, ২১-৭।

Advertisement

সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ প্রতিযোগিতা জেতার থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে সিন্ধু। শনিবার বিশ্বের ৩৮ নম্বর কাওয়াকামিকে হারাতে কোনও বেগই পেতে হয়নি ভারতীয় শাটলারকে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখান সিন্ধু। কাওয়াকামি একের পর এক ভুল করতে থাকেন। একপেশে ম্যাচ সহজেই জিতে নেন সিন্ধু।

সিন্ধুর স্ম্যাশের কোনও উত্তর ছিল না কাওয়াকামির কাছে। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী চেষ্টা করছিলেন প্রতিপক্ষকে লম্বা র‍্যালিতে নিয়ে যেতে। সেই ফাঁদে পা দিলেন কাওয়াকামি। এবং ভুল করলেন। দ্বিতীয় গেমে সহজেই ১১-৪ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। সেখান থেকে ম্যাচ জিতে নেন ২১-৭ গেমে। কাওয়াকামি কখনও নেটে মারলেন, কখনও কোর্টের বাইরে মারলেন। সহজেই ফাইনালে উঠলেন সিন্ধু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement