Badminton

ব্র্যান্ড এনডোর্সমেন্ট ফি দ্বিগুণ করতে চলেছেন সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর নিজের ব্র্যান্ড এনডোর্সমেন্ট ফি বাড়াতে চলেছেন পি ভি সিন্ধু।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১০:৩৭
Share:

পি ভি সিন্ধু। ছবি- পিটিআই

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর নিজের ব্র্যান্ড এনডোর্সমেন্ট ফি বাড়াতে চলেছেন পি ভি সিন্ধু। এমনটাই জানিয়েছেন সিন্ধুর ব্র্যান্ড ম্যানেজার তুহিন মিশ্র।

Advertisement

তুহিনের কোম্পানি সিন্ধুর যাবতীয় ব্র্যান্ড এনডোর্সমেন্টের দেখাশোনা করে। তারাই জানিয়েছে, আগে সিন্ধু প্রতিটি ব্র্যান্ড-এর এনডোর্সমেন্ট বাবদ বছরে ১-১.৫ কোটি টাকা নিতেন। যা বেড়ে হতে চলেছে বছরে ৩ কোটি টাকা। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতার পর সিন্ধুর প্রতি অনেক ব্র্যান্ড নিজেদের আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন তুহিন। গত তিন বছর ধরে তাঁর ফি একই ছিল। ব্র্যান্ডগুলি মনে করছে সামনের বছর অলিম্পিক্সের দিকে তাকিয়ে সিন্ধুর মতো ক্রীড়াবিদের ওপর বিনিয়োগ করা লাভজনক হবে।

সিন্ধু বর্তমানে ইয়োনেক্স, মুভ, ব্যাঙ্ক অফ বরোদা, জেবিএল, ব্রিজস্টোন, গ্যাটোরেড-এর মতো ব্র্যান্ড-এর প্রধান মুখ। ফেব্রুয়ারি মাসে চিনা স্পোর্টস কোম্পানি লি-নিং এর সঙ্গে চার বছরে ৫০ কোটি টাকার চুক্তি করেন সিন্ধু। সম্প্রতি ফোর্বস-এর তালিকায় মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সিন্ধু আয়ের দিক দিয়ে ১৩তম স্থানে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন: বোথাম নন, স্টোকসই ইংল্যান্ডের সর্বকালের সেরা, মত মইনের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement