ফরাসি ওপেনে সিন্ধুর জয়, বিদায় সাইনার

রবিবার ডেনমার্ক ওপেন জিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে আসা শ্রীকান্তকে প্রথম রাউন্ডে জার্মানির ফাবিয়ান রথকে হারাতে পুরো ম্যাচ খেলতেও হল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ০৩:৪০
Share:

ফরাসি ওপেন সুপার সিরিজে ভারতীয় ভক্তদের জন্য দিনটা মিশ্র গেল। এ মরসুমে দুরন্ত ছন্দে থাকা দুই ভারতীয় তারকা পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে উঠলেও হেরে গেলেন সাইনা নেহওয়াল।

Advertisement

রবিবার ডেনমার্ক ওপেন জিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে আসা শ্রীকান্তকে প্রথম রাউন্ডে জার্মানির ফাবিয়ান রথকে হারাতে পুরো ম্যাচ খেলতেও হল না। প্রথম গেমে ৩-০ এগিয়ে থাকার সময় ম্যাচ ছেড়ে দেন শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী। এ বার তাঁর মুখোমুখি হং কং-এর ওং উইং কি ভিন্সেন্ট। যাঁকে ডেনমার্ক ওপেনে স্ট্রেট গেমে হারিয়েছেন শ্রীকান্ত।

এগোলেন পি ভি সিন্ধুও। ২১-১৯, ২১-১৮ গেম-এ হায়দরাবাদি তারকা হারিয়েছেন স্পেনের বেয়াত্রিজ কোরালিস-কে। দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের সায়াকা তাকাহাসি। ডেনমার্ক ওপেনে খুব বেশি এগোতে না পারলেও সিন্ধু চলতি মরসুমে দু্’টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং একটিতে রানার্স। তাই ডেনমার্কের ব্যর্থতা ফেলে ফরাসি ওপেনে ঘুরে দাঁড়াতে মরিয়া গোপীচন্দের ছাত্রী।

Advertisement

আরও পড়ুন: ভারতে নয়া দিগন্ত দেখছেন বাস্তেন

তবে, দ্বিতীয় রাউন্ডে হারলেন সাইনা নেহওয়াল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর জাপানের আকানে ইয়ামাগুচি ৯-২১, ২১-২৩ হারান তাঁকে। প্রথম গেম থেকেই সাইনাকে চাপে রেখেছিলেন ইয়ামাগুচি। দ্বিতীয় গেমে সাইনা ফিরে আসার প্রবল চেষ্টা চালিয়ে গেলেও সফল হননি। প্রথম রাউন্ডে সাইনা হারান ২১-১৪, ১১-২১, ২১-১০-এ ডেনমার্কের উঠতি তারকা হজমার্ক কায়েরসফেডকে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৩৯ মিনিটের বেশি টিকতেই পারেননি তিনি ইয়ামাগুচির বিরুদ্ধে। ইয়ামাগুচির কাছেই ডেনমার্ক ওপেনের শেষ আটে হারেন সাইনা।

এ দিকে, পুরুষদের ডবলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সাত্তিকসাইরাজ এবং চিরাগ শেট্টির জুটি। তাঁরা হারান বাস্তিয়ান কারসাউডি ও জুলিয়ান মেয়োকে। ফল ২১-১২, ২১-১৪। এর পরের রাউন্ডে তাঁদের প্রতিপক্ষ ডেনমার্কের ম্যাডস কনরাড-পিটারসেন ও ম্যাডস পাইলার কোল্ডিং। মেয়েদের ডবলসেও দ্বিতীয় রাউন্ডে উঠেছে অশ্বিনি পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডির জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement