Shyam Thapa

করোনা আক্রান্ত শ্যাম থাপা, হাসপাতালে থাকলেও স্থিতিশীল

সোমবারই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর মঙ্গলবার ভর্তি হন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১১:৪৩
Share:

শ্যাম থাপা ফাইল চিত্র

কোভিড আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন ফুটবলার। সোমবারই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর মঙ্গলবার ভর্তি হন তিনি।

Advertisement

হাসপাতালের বিছানায় শুয়েই আনন্দবাজার ডিজিটালকে জানান, ‘‘কোনও উপসর্গ ছিল না। তবে খেতে সমস্যা হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কোভিড পরীক্ষার ফল আসতেই আমি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন খেতে সমস্যা হচ্ছে না। তবে আগে খাওয়ার ইচ্ছে চলে গিয়েছিল। আমি সুস্থ আছি।’’

শুধু নিজের সুস্থতার খবর দেওয়া নয়, সাধারণ মানুষের উদ্দেশেও বার্তা দিলেন প্রাক্তন ফুটবলার। তিনি বলেন, ‘‘এটা ভাবার কারণ নেই যে করোনা চলে গিয়েছে। তাই মাস্ক পরে চলতে হবে, দূরত্ব বিধি মেনে চলতে হবে। আমি সবটাই মেনে চলেছি তবে হ্য়ত কোনও ভাবে আক্রান্ত হয়ে গিয়েছি। তাই সকলকে আরও সতর্ক হতে অনুরোধ করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement