Shubham Gill

সুযোগ পেয়েই কোহলীর উপর মাস্টারি, অধিনায়ককে কী শেখাতে চান জানিয়েও দিলেন শুভমন

বিরাট কোহলীর অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল তাঁর। দেশের অন্যতম সেরা উঠতি প্রতিভা বলা হয় তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ২১:২৬
Share:

কোহলীর শিক্ষক হতে চান শুভমন। ফাইল ছবি

বিরাট কোহলীর অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল তাঁর। দেশের অন্যতম সেরা উঠতি প্রতিভা বলা হয় তাঁকে। সেই শুভমন গিল এ বার অবতীর্ণ হতে চান শিক্ষকের ভূমিকায়। তাঁর ছাত্র হবেন খোদ কোহলী। বিরাটকে কী শেখাতে চান শুভমন?

Advertisement

এক ক্রিকেট ওয়েবসাইটের প্রশ্নোত্তর পর্বে সেই উত্তর দিয়েছেন শুভমন। বলেছেন, “ওকে ফিফা ভিডিয়ো গেমস শেখাতে চাই। আমি জানি ও এটা শুনলে প্রচণ্ড রাগ করবে। কিন্তু যত বারই আমার সঙ্গে ফিফা খেলেছে তত বারই হেরেছে।”

একটি প্রশ্ন ছিল, অতীতের কোন ম্যাচে নিজেকে প্রথম একাদশে দেখার স্বপ্ন দেখতেন তিনি? সঙ্গে সঙ্গে শুভমনের উত্তর, “২০১১-র ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল।” আরও অনেক অজানা প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে শুভমনের থেকে। জানিয়েছেন, কেকেআর-এ সব থেকে ভারি ব্যাট ব্যবহার করেন আন্দ্রে রাসেল। তাঁর জীবনের সব থেকে সুস্বাদু বাটার চিকেন রান্না করে দিয়েছিলেন হরভজন সিংহ। ক্রিকেট নিয়ে কোনও কথা বলতে হলে সবার আগে যান বাবার কাছে। বাবার জন্যেই আগামী টি২০ বিশ্বকাপ জিততে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement