চোট পেয়ে বেরিয়ে আসছেন শ্রেয়স ফাইল চিত্র
শ্রেয়স আইয়ারের অস্ত্রোপচার হবে ৮ এপ্রিল। অস্ত্রোপচারের পর ৫ মাস পুনর্বাসনে থাকতে হবে তাঁকে। অর্থাৎ সেপ্টেম্বরের আগে তাঁকে পাওয়া যাবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাঁ- কাঁধে চোট পান ভারতের এই ব্যাটসম্যান। এরপর খানিকক্ষণ মাঠে থাকলেও ব্যথা সহ্য করতে না পারায় উঠে যেতে হয় তাঁকে। এরপর আর নামতে পারেননি শ্রেয়স।
মাঠে ফিরতে পাঁচ মাস সময় লাগলে আগামী মাস থেকে শুরু হতে চলা আইপিএলেও খেলা হবে না তাঁর। দিল্লি ক্যাপিটালসকে নতুন অধিনায়ক খুঁজতে হবে। দিল্লি প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
তবে শুধু আইপিএল নয়, ইংল্যান্ডের মাটিতে সিরিজে পাওয়া যাবে না তাঁকে। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলে থাকবেন না শ্রেয়স।