India

Shreyas Iyer: কতটা সুস্থ, জানালেন শ্রেয়স, সঙ্গে সঙ্গে মজা করলেন সূর্যকুমার

অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২২:২৫
Share:

কাঁধের চোটের জন্য বেশ কয়েক মাস ক্রিকেটের বাইরে শ্রেয়স। ফাইল চিত্র

ফিটনেস চর্চা করতে গিয়ে ভারতীয় দল ও মুম্বইয়ের সতীর্থ সূর্যকুমার যাদবের মজা হজম করলেন শ্রেয়স আইয়ার। ইনস্টাগ্রামে ফিটনেস চর্চার একটি ভিডিয়ো দিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সেই ভিডিয়োতে মজার মন্তব্য করলেন সূর্য। লিখলেন, ‘যেন মনে হচ্ছে শাহেনশাহ দৌড়াচ্ছে’!

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে লেগেছিল শ্রেয়সের। অস্ত্রোপচারও হয়। সম্প্রতি টুইটারেও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। এ বার ইনস্টাগ্রামেও একটি ভিডিয়ো পোস্ট করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেখানে শ্রেয়স লিখেছেন, ‘নিভৃতবাসের মধ্যেও দৌড় থেমে নেই’। সেই ভিডিয়ো ভাইরাল হতেই কমেন্টে সূর্য লিখেছেন, ‘উফ যেন মনে হচ্ছে শাহেনশাহ দৌড়াচ্ছে’!

অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। ফলে আইপিএল থেকেও ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। তবে সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা শ্রেয়স সেই সফরের আগে সুস্থ হতে পারবেন না। সেক্ষেত্রে একেবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement