Shreyas Iyer

কাঁধের চোট সারিয়ে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গেল শ্রেয়সের, দেখুন ভিডিয়ো

কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২১:০৪
Share:

শ্রেয়স আইয়ার। ফাইল ছবি

কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। করোনার কারণে আইপিএল মাঝপথেই থমকে গিয়েছে। সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন শ্রেয়সও। দ্রুত ভারতীয় দলে ফেরাই লক্ষ্য তাঁর।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে লেগেছিল শ্রেয়সের। অস্ত্রোপচারও হয়। সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘কাজ চলছে। এই অ্যাকাউন্টে নজর রাখুন’। ভিডিয়োয় তাঁকে শুয়ে, বসে এবং দাঁড়িয়ে নানা রকম কসরত করতে দেখা গিয়েছে।

গত ৮ এপ্রিল অস্ত্রোপচার হয় শ্রেয়সের। তারপরে নেটমাধ্যমে ছবি দিয়ে শ্রেয়স জানিয়েছিলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছিলেন। আইপিএল-এ তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থকে অধিনায়ক করে দিল্লি। মাঠের বাইরে থাকলেও নিয়মিত খেলাধুলোর প্রতি নজর রেখেছেন শ্রেয়স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement