IPL 2020

ট্রফির দ্বৈরথ শ্রেয়স চান উপভোগ করতে

ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বৈরথ শ্রেয়সদের। তা নিয়ে তিনি বলেছেন, ‘‘মুম্বই খুব বড় দল। আশা করি ওদের বিরুদ্ধে আমরা খোলা মনে খেলতে পারব। এই মানসিকতাটাই ধরে রাখতে হবে ফাইনালে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৭:০১
Share:

শ্রেয়স আয়ার। ফাইল চিত্র।

প্রথম বার আইপিএল ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হওয়ার পরে উল্লসিত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার। রবিবার হায়দরাবাদকে হারানোর পরে শ্রেয়স বলেছেন, ‘‘এই অনুভূতি সেরা। অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। তার পরেও কিন্তু আমরা একটা পরিবারের মতো এককাট্টা ছিলাম।’’

Advertisement

ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বৈরথ শ্রেয়সদের। তা নিয়ে তিনি বলেছেন, ‘‘মুম্বই খুব বড় দল। আশা করি ওদের বিরুদ্ধে আমরা খোলা মনে খেলতে পারব। এই মানসিকতাটাই ধরে রাখতে হবে ফাইনালে।’’ ওপেনার হিসেবে ম্যাচের সেরা মার্কাস স্টোয়নিসকে পাঠানোর পরিকল্পনা নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘ওপেনিং জুটিতে আরও দ্রুত গতিতে রান উঠুক চেয়েছিলাম আমরা। স্টোয়নিস বেশি বল ব্যাট করতে পারলে আমাদের লক্ষ্য পূরণ করতে পারবে সেই ভাবনা থেকেও ওকে প্রথমে নামানো।’’

এ দিকে, আইপিএলে ছ’নম্বর ফাইনাল খেলবে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স। এ বারের অভিযানে ফাইনালে পৌঁছতে ফের গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছেন ত্রয়ী— হার্দিক, ক্রুণাল পাণ্ড্য এবং কায়রন পোলার্ড। তিন জনের মধ্যে দারুণ সম্পর্কের কথা অজানা নয়। কিন্তু এই সম্পর্কের রসায়ন কী? এই নিয়ে মুখ খুললেন

Advertisement

ক্যারিবিয়ান অলরাউন্ডার। মাঠের বাইরে পাণ্ড্য ভাইদের সঙ্গে তাঁর দারুণ সম্পর্কেরই প্রতিফলন দেখা যায় খেলতে নামলে। এমনটাই বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। মু্ম্বই ইন্ডিয়ান্সের টুইটার হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োতে পোলার্ড বলেছেন, ‘‘আমি সব সময়ই বলেছি হার্দিক পাণ্ড্য এবং খুব বুদ্ধিমান পাণ্ড্যের (ক্রুণাল) সঙ্গে আমার মাঠের বাইরের সম্পর্কটাই ক্রিকেট মাঠে ফুটে ওঠে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement