কণিকা লায়েকের ঝুলন্ত দেহ উদ্ধার। —নিজস্ব চিত্র
জাতীয়স্তরের শ্যুটার কণিকা লায়েকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বালির একটি মহিলা গেস্ট হাউসে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সেখানে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ২৮ বছরের কণিকা। বুধবার দুপুরে দোতলায় তাঁর ঘরের মধ্যে উদ্ধার হয় দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কণিকার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেই দরজা ভেঙে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই নোটে খেলাধুলায় আশানুরূপ ফল না হওয়ায় অবসাদে ভোগার কথা জানিয়েছে পুলিশ। মা-বাবার স্বপ্ন ও আশাপূরণ না হওয়ার কথাই কণিকা বার বার লিখেছেন বলে জানা গিয়েছে।
উদ্ধার করা হয়েছে কণিকার মোবাইলও। ধানবাদের বাসিন্দা প্রতীম লায়েকের মেয়ে কনিকা। তাঁর চার বোনও রয়েছে। জয়দেব কর্মকার নামে এক প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নিচ্ছিলেন কণিকা।