Ravindra Jadeja

Ravindra Jadeja: এখনই কি অবসর নিচ্ছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় ডানহাতে চোট পান তিনি। পরীক্ষা করে দেখা যায় চোট বেশ গুরুতর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১২:৩৮
Share:

উইকেট নেওয়ার পর জাডেজাদের উচ্ছ্বাস। —ফাইল চিত্র

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই রবীন্দ্র জাডেজা। দলের সঙ্গে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকা। এই ভারতীয় স্পিনার নাকি টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন।

Advertisement

বুধবার নিজের একটি ছবি টুইট করেন জাডেজা। টেস্ট জার্সি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। উপরে লেখা, ‘এখনও অনেকটা পথ বাকি।’ সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, জাডেজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সাদা বলের ক্রিকেটে আরও বেশি মন দেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতে চোট পান জাডেজা। পরীক্ষা করে দেখা যায় চোট বেশ গুরুতর। বিশ্রাম নিতে বলা হয় তাঁকে। এর পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বাদ দিয়েই দল গড়েন নির্বাচকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement