Ramiz Raja

‘চলুন একসঙ্গে অবসর নিই’, অবসর নিয়ে রামিজ রাজাকে খোঁচা শোয়েব মালিকের

শোয়েব মালিক ও মহম্মদ হাফিজের অবসরের বিষয়ে ভাবা উচিত বলে মন্তব্য করেছিলেন রামিজ রাজা। এই বিষয়েই তাঁকে খোঁচা দিলেন শোয়েব মালিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৫:০০
Share:

পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক, রামিজ রাজা ও শোয়েব মালিক।

কয়েক দিন আগে প্রাক্তন অধিনায়ক ও ধারাভাষ্যকার রামিজ রাজা বলেছিলেন, শোয়েব মালিক ও মহম্মদ হাফিজের অবসরের বিষয়ে ভাবা উচিত। তাঁর এই মন্তব্যের জন্যই তাঁকে খোঁচা দিলেন শোয়েব মালিক।

Advertisement

বছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। করোনাভাইরাসের জন্য যদিও তা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে সেই প্রতিযোগিতার জন্য অনেক দিন আগে থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে সব দল। পাকিস্তানের প্রস্তুতি নিয়েই সংবাদ সংস্থাকে রামিজ বলেছিলেন, “আমার মনে হয় শোয়েব মালিক ও মহম্মদ হাফিজ যদি এখন অবসর নেয়, তবে তাতে পাকিস্তানেরই মঙ্গল। আমাদের হাতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। আর আমাদের এ বার এগিয়ে যেতেই হবে।”

আরও পড়ুন: বিরাট আর সচিনের মধ্যে মিল কোথায়? খুঁজে পেলেন মাইকেল ক্লার্ক​

Advertisement

আরও পড়ুন: জাডেজার মতো পারছি কি? ‘সোর্ড সেলিব্রেশন’ নকল করে প্রশ্ন ওয়ার্নারের​

রামিজের এই মন্তব্য নজরে পড়তেই শোয়েব মালিক টুইট করেন, “হ্যাঁ, রামিজ ভাই, আমি একমত। যেহেতু আমাদের তিন জনেরই কেরিয়ার শেষের দিকে, তাই সবাই মিলে সম্মানের সঙ্গেই চলে যাই। এটাকে ২০২২ সালে ঠিক করা যাক?”

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন শোয়েব। চলতি বছরের ২৫ জানুয়ারি লাহৌরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শেষ বার তাঁকে দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১১৩ টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৮ বছর বয়সি। ৩৯ বছর বয়সি মহম্মদ হাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৩ সালে। ২৫ জানুয়ারি শোয়েবের মতো তাঁরও ছিল দেশের হয়ে শেষ ম্যাচ। এখনও পর্যন্ত ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement