এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে পাক দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেন শোয়েব। ছবি: এপি।
চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট! হ্যাঁ, এমনই রেকর্ড গড়লেন পাকিস্তানের শোয়েব মালিক।
১৯৯৯ সালে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। ২০০১ সালে টেস্টে অভিষেক হয় তাঁর। মুলতানে সেই ম্যাচে বিপক্ষে ছিল বাংলাদেশ। এখন অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শোয়েব। অবসর নিয়েছেন একদিনের আন্তর্জাতিক থেকেও। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের এখনও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ৩৮ বছর বয়সী শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেছেন লাহৌরে।
ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে গত চার দশক ধরে খেলার রেকর্ড করলেন সানিয়া মির্জার স্বামী। তিনিই পাকিস্তানের প্রথম ক্রিকেটার যিনি চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। সার্বিক ভাবে ক্রিকেটবিশ্বে এই রেকর্ডে তিনি অষ্টম ক্রিকেটার। এর আগে উইলফ্রেড রোডস, ডেনিস ব্রায়ান ক্লোজ, ফ্র্যাঙ্ক উলি, সচিন তেন্ডুলকর, জ্যাক হবস, জর্জ গুন, সনৎ জয়সূর্য চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
আরও পড়ুন: আর চাই ২৫ রান! তা হলেই ধোনিকে টপকে যাবেন কোহালি
আরও পড়ুন: এটা কী ভাবে করলেন! ভাইরাল কোহালির পোস্ট করা ফিটনেস ভিডিয়ো
ক্রিকেট কেরিয়ারে ৩৫ টেস্ট খেলেছেন তিনি। ৩৫.১৪ গড়ে করেছেন ৮৯৮ রান। রয়েছে তিনটি সেঞ্চুরি। সর্বাধিক ২৪৫। নিয়েছেন ৩২ উইকেটও। ২০১৫ সালে শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্টের আসরে দেখা গিয়েছিল তাঁকে। ২৮৭ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ৩৪.৫৫ গড়ে করেছেন ৭,৫৩৪ রান। যাতে রয়েছে নয়টি সেঞ্চুরি। নিয়েছেন ১৫৮ উইকেটও। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১১৩ ম্যাচে ৩১.৩৬ গড়ে করেছেন ২৩২১ রান। এই ফরম্যাটে নিয়েছেন ২৮ উইকেট। লাহৌরে গত ২৪ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শোয়েব ম্যাচের সেরা হন ৪৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে।