শোয়েব আখতার। ফাইল ছবি
বল হাতে বাইশ গজে আগুন ঝরাতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। কিন্তু তাঁর যে এমন সুরেলা গলা রয়েছে সেটা কে জানত! আচমকাই রবিবার নেটমাধ্যম ভাইরাল হয়ে গেল শোয়েব আখতারের গাওয়া গানের ভিডিয়ো। পাকিস্তানের প্রাক্তন পেসারের গান শুনে তারিফ করেছেন নেটাগরিকরা।
ভিডিয়োতে দেখা গিয়েছে, সাদা কুর্তা-পাজামা পরে বন্ধুদের সঙ্গে কোনও অনুষ্ঠানে রয়েছেন শোয়েব। বন্ধুদের অনুরোধ সত্ত্বেও প্রথম গাইতে চাননি তিনি। কিন্তু বন্ধুরা নাছোড়বান্দা হওয়ায় অবশেষে গান ধরেন এই পেসার। ১৯৭৭ সালে রাজেশ খন্নার সিনেমা ‘অনুরোধ’-এর গান ‘আতে যাতে খুবসুরত আওয়ারা’ শোনা গিয়েছে তাঁর মুখে। এ ছাড়াও রাজেশেরই ১৯৬৯ সালের ‘দো রাস্তে’ ছবির গান ‘মেরে নসিব মে অ্যায় দোস্ত’-এরও এক কলি গেয়েছেন তিনি।
খেলা ছাড়ার পর নিজের ইউটিউব চ্যানেলে হামেশাই ক্রিকেটের বিশ্লেষণ করতে দেখা যায় তাঁকে। সেই বিশ্লেষণ যথেষ্ট জনপ্রিয় দু’দেশের ভক্তদের কাছেই। এবার দেখা গেল, গান গাওয়ার দিক থেকেও শোয়েব কম যান না!