স্মরণ: প্রয়াত ডালমিয়ার বন্ধুত্বকে শ্রদ্ধাজ্ঞাপন পাক কর্তার। ফাইল চিত্র
একটা সময় চাকিংয়ের দায়ে তাঁর ক্রিকেট জীবনই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসেছিলেন শোয়েব আখতার। আর তাঁর এই প্রত্যাবর্তনের পিছনে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। এ কথা জানিয়েছেন পাকিস্তানেরই প্রাক্তন এক বোর্ডকর্তা।
১৯৯৯ সালে আইসিসি জানিয়েছিল, শোয়েবের বোলিং অ্যাকশনে সমস্যা আছে। ওই সময় আইসিসির প্রেসিডেন্ট ছিলেন ডালমিয়া। আর পাক বোর্ডের চেয়ারম্যান ছিলেন তৌকির জ়িয়া। বৃহস্পতিবার এক পাক টিভি চ্যানেলকে জ়িয়া বলেছেন, ‘‘ওই সময় শোয়েব আখতারের বোলিং বিতর্কে জগমোহন ডালমিয়া আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আইসিসির সদস্যরা দাবি তুলেছিল, শোয়েবের বোলিং অ্যাকশন অবৈধ। কিন্তু আমার আর ডালমিয়ার বক্তব্যের সামনে ওরা মেনে নেয়, শোয়েবের ‘বোলিং আর্ম’-এ জন্মগত সমস্যা আছে।’’
শোয়েব আবার জানিয়েছেন, বিরাট কোহালিকে আউট করার টোটকা রয়েছে তাঁর কাছে। ইনস্টাগ্রামে শোয়েব বলেছেন, ‘‘আমি যদি বোলার হতাম, তা হলে ক্রিজের চওড়াটা কাজে লাগিয়ে কোহালির ব্যাটের কাছে বলটা ফেলতাম। লক্ষ্য থাকত, ওই জায়গা থেকে বলটাকে বাইরে নিয়ে যাওয়া। আর কোহালিকে ড্রাইভ করতে বাধ্য করা।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)