Jasprit Bumrah

‘আত্মবিশ্বাসী বুমরা-শামি বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছে’

লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের ইনিংসের সুবাদে অনায়াসেই ২-০ করে ভারত। শোয়েব অবশ্য ভারতের জয়ে ব্যাটসম্যানদের নয়, বোলারদের অবদান দেখতে পাচ্ছেন। তাঁর মুখে বিশেষ ভাবে উঠে এসেছে দুই পেসার, জশপ্রীত বুমরা ও মহম্মদ শামির নাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৭:১১
Share:

শামি ও বুমরা, দুই পেসারকেই মারাত্মক ছন্দে দেখাচ্ছে নিউজিল্যান্ডে। —ফাইল চিত্র।

অকল্যান্ডে টানা দুই টি-টোয়েন্টিতে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। শুক্রবার প্রথম ম্যাচে জয় এসেছে ছয় উইকেটে। রবিবার দ্বিতীয় ম্যাচে জয় এসেছে সাত উইকেট। বুধবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। যেখানে সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে।

Advertisement

যে ভঙ্গিতে বিরাট কোহালির দল জিতে চলছে, তার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। নিজের সরকারি ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, “ভারত ক্রমশ দল হিসেবে নিষ্ঠুর হয়ে উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যা ধরাও পড়ল। এত কম রান তুললে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নিউজিল্যান্ড লড়াই করবেই বা কী ভাবে?”

রবিবার টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে তুলেছিল ১৩২। লোকেশ রাহুল (অপরাজিত ৫৭) ও শ্রেয়াস আইয়ারের (৪৪) ইনিংসের সুবাদে অনায়াসেই ২-০ করে ভারত। শোয়েব অবশ্য ভারতের জয়ে ব্যাটসম্যানদের নয়, বোলারদের অবদান দেখতে পাচ্ছেন। তাঁর মুখে বিশেষ ভাবে উঠে এসেছে দুই পেসার, জশপ্রীত বুমরা (১-২১) ও মহম্মদ শামির (০-২২) নাম।

Advertisement

আরও পড়ুন: কেন এ রকম সূচি? ভারত এ দলের নিউজিল্যান্ড সফর নিয়ে ক্ষোভ উগরে দিলেন গাওস্কর

আরও পড়ুন: ম্যাচের সেরা হতেই পারত জাডেজা, টুইট সঞ্জয় মঞ্জরেকরের

শোয়েব সোজাসুজি বলেছেন, “বিপক্ষ ব্যাটসম্যানের মনে ত্রাসের জন্ম দিচ্ছে জশপ্রীত বুমরা ও মহম্মদ শামি। দুই জোরেবোলারের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস চোখে পড়ছে। যা টের পাচ্ছে ব্যাটসম্যানরাও। তা ছাড়া রবীন্দ্র জাডেজাও রান করতে দেয় না ব্যাটসম্যানকে। ওর বল কখনও কখনও ঘোরে। যা সমস্যায় ফেলে ব্যাটসম্যানকে।” ৪৪ বছর বয়সি আরও বলেছেন, “এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একপেশে ভাবে শাসন করছে ভারত। কিন্তু, বাকি দলগুলোর কী হবে? বিশ্বক্রিকেটের কী হবে? এর আগে অস্ট্রেলিয়া যখন রাজত্ব করছিল, তখনও ভারত-পাকিস্তান লড়াই চালাত। কিন্তু নিউজিল্যান্ডে দেখা গেল হোম টিম প্রথম দুই টি-টোয়েন্টিতে একেবার আত্মসমর্পণ করল ভারতের কাছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement