Cricket

কোহালি-আজম-এর ব্যাটে ভাঙবে অনেক রেকর্ড, বলছেন শোয়েব

কোহালি ও বাবর আজমের মধ্যে তুলনায বিশ্বাসী নন শোয়েব আখতার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ১৮:৫৫
Share:

পাক তারকা বাবর আজমের মধ্যে অনেক সম্ভাবনা দেখছেন শোয়েব।

বিরাট কোহালি, কেন উইলিয়ামসনরা যে উচ্চতায় নিজেদের নিয়ে গিয়েছেন, পাকিস্তানের ওয়ানডে দলের ক্যাপ্টেন বাবর আজমও সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার টার্গেট করছেন। কোহালি যেমন রেকর্ড ভাঙছেন আবার গড়ছেন, আজমও ভবিষ্যতে অনেক রেকর্ডই ভাঙবেন বলে আশাবাদী শোয়েব আখতার।

Advertisement

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার। ক্রিকেটপাগলরা দীর্ঘদিন ধরেই বিরাট কোহালির সঙ্গে বাবর আজমের তুলনা শুরু করে দিয়েছেন।

এই তুলনায় অবশ্য বিশ্বাসী নন শোয়েব। তিনি বলছেন, ‘‘কোহালি, কেন উইলিযামসন, জো রুটদের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছে বাবর আজম। খুবই প্রতিভাবান ক্রিকেটার। তবে ওর সঙ্গে কোহালির তুলনা না করাই ভাল।’’

Advertisement

আরও পড়ুন: বিরাট সবসময়ে ফুটছে, সিংহের মতোই ওর এনার্জি, বললেন কোহালির সতীর্থ

শোয়েবের ব্যাখ্যা, বিরাট কোহালি আর বাবার আজম খুবই ভাল ব্যাটসম্যান। তবে দু জনের তুলনা না করাই ভাল। কারণ পাকিস্তান ভারতের থেকে অনেক কম টেস্ট ম্যাচ ও ওয়ানডে খেলে।’’

গত সপ্তাহে ইউটিউবে পাকিস্তানের প্রাক্তন ওপেনার আমির সোহেল বলেছিলেন, কোহালি হয়ে ওঠার গুণ রযেছে আজমের। দু দেশের দুই তারকাকে খুব কাছ থেকে দেখার পরে শোয়েবের উপলব্ধি, ‘‘ওদের দেখে আমার মনে হয়েছে, ভবিষ্যতে দু জনেই অসংখ্য রেকর্ড ভেঙে দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement