এই সেই মুহূর্ত। নিশ্চিত রান আউট থেকে বেঁচে যাচ্ছেন মেগ ল্যানিং। ছবি টুইটার থেকে নেওয়া।
ব্যাটসম্যান রয়েছেন ক্রিজ থেকে বেশ খানিকটা দূরে। ফিল্ডার সজোরে ছুড়েছেন বল। যা আসছে স্টাম্প লক্ষ্য করেও। কিন্তু শেষ পর্যন্ত তা স্টাম্প মাইক্রোফোনের তারে লেগে ছিটকে চলে গেল। বেঁচে গেলেন ব্যাটসম্যান। বুধবার এমনই অদ্ভুত ঘটনা সাক্ষী থাকল মেলবোর্ন। বেঁচে যাওয়া ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং।
মেলবোর্নে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। সেটা ম্যাচের ১৪তম ওভারের দ্বিতীয় বল। অরুন্ধতী রেড্ডির বল ল্যানিং মিড অফে ঠেলেছিলেন। শিখা পাণ্ডে বল ধরে ছুড়েছিলেন বোলারের প্রান্তের উইকেটে। কিন্তু তা লাগল স্টাম্পের নীচে মাইক্রোফোনের জন্য থাকা টিভি বক্সে। বক্স না থাকলে ওই থ্রো সরাসরি উইকেটে লাগত। কিন্তু তা ওই বক্সে লেগে ছিটকে গেল বল। হয়ে গেল ওভারথ্রো। বেঁচে গেলেন ল্যানিং।
আরও পড়ুন: কিউয়ি সিরিজের তিন ম্যাচে রাহুল-শ্রেয়াসের যৌথ রান ৪২১, বাকি সবার মাত্র...
আরও পড়ুন: বুমরার উইকেট না-পাওয়া কিন্তু চিন্তায় রাখছে