এই মুহূর্তে ইন্ডিয়ান ওয়েলসে খেলতে ব্যস্ত রাফা। কিন্তু টেনিস বিশ্বে খেলা নয় ঘুরছে শারাপোভার ডোপিংয়ের ঘটনা। যা নিয়ে প্রশ্নের মুখে পরতে হল রাফায়েল নাদালকেও। তিনি অবশ্য সোজা সাপটা। স্পষ্ট করেই বলে দিলেন, ‘‘ওর শাস্তি হওয়া উচিত। আমার বিশ্বাস করতে খারাপ লাগছে এমন কিছু ঘটেছে। ভুল হয়। আমি বিশ্বাস করতে চাই এটা ভুল করে করেছে। ও এটা করতে চায়নি। কিন্তু এটা গাফিলতি।’’ ১৪ বারে গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল দীর্ঘদিন ধরেই অফ ফর্মের সমস্যায় ভুগছেন। চোট-আঘাতও কম ভোগাচ্ছে না। কিন্তু তবুও কখনও ভাবেননি ডোপ করার কথা। বলেন, ‘‘আমার কখনও মনে হয়নি কোনও ভুল কিছু করব। আমি ডোপিং থেকে অনেক দুরে।’’ এটা তো ঠিক চোট সমস্যা কাটিয়ে দ্রুত ফিরে আসতেই পারতেন তিনি। যদি ডোপিংয়ে রাস্তায় হাঁটতেন। কিন্তু তিনি সেটা করেননি। বলেন, ‘‘আমি পুরোপুরি স্বচ্ছ্ব। এখনও পর্যন্ত খেলার জন্য প্রচুর প্রচুর খেটেছি। কিন্তু তাড়়াতাড়়ি ফেরার জন্য এমন কিছু করিনি যেটা নিষিদ্ধ।’’
বিশ্ব টেনিসে এই নামগুলো এক একটি আইকন। নাদাল সেটা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘‘এই একই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। তবে আমি খেলায় বিশ্বাসী ও খেলার নীতিতে বিশ্বাসী। খেলা সমাজের জন্য উদাহরণ তৈরি করে। পরের প্রজন্মের কাছে খারাপ বার্তা যায় যদি আমরা কিছু ভুল করি। আমি অন্যকে নয় নিজেকেই মিথ্যে বলছি তার মানে।’’
আরও খবর
নিষিদ্ধ ড্রাগ নিয়ে এক বছর সাসপেন্ড শারাপোভা