জাতীয় দলে ফিরলেন বাংলার মহম্মদ শামি। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও অস্ট্রেলিয়া সফরে দুই ফর্ম্যাটেই জায়গা করে নিলেন তিনি। শামি শেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৫র বিশ্বকাপে। একদিনের দলে ফিরলেন রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। টি২০ দলে জায়গা করে নিলেন যুবরাজ সিংহ, আশিস নেহরা ও হরভজন সিংহ। ২০১৪ টি২০ বিশ্বকাপের ফাইনালের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি যুবরাজ। পাঁচ বছর পর আবার জাতীয় দলে ফিরলেন আশিস নেহরা। একদিনের দল থেকে বাদ পরলেন সুরেশ রায়না। তার জায়গায় দলে নতুন মুখ ব্রেন্ডার বলবীরসিংহ স্রান। দুই ফরম্যাটেই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টি২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করে দেওয়া হল ধোনিকে। অস্ট্রেলিয়ায় পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত।
দেখুন:
অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের দল
অস্ট্রেলিয়া সফরের জন্য টি২০ দল
একদিনের দল: শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, মনীশ পাণ্ডে, এমএস ধোনি (অধিনায়ক/উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, অক্ষর পটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, গুরকিরাত সিংহ মান, ঋষি ধবন, ব্রেন্ডার বলবীরসিংহ স্রান।
টি২০ দল: শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, যুবরাজ সিংহ, এমএস ধোনি (অধিনায়ক/উইকেট কিপার), সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, হরভজন সিংহ, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হারদিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা।