Shakib Al Hasan

এ বার স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড হলেন সাকিব

নেটাগরিকদের কেউ কেউ সাকিবের এই পোস্টকে ভাল ভাবে নেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ২১:১৫
Share:

স্ত্রীর সঙ্গে এই ছবিই পোস্ট করেছেন সাকিব। ছবি টুইটার থেকে নেওয়া।

কিছুদিন আগে কলকাতায় কালীপুজোর উদ্বোধনে এসে বিতর্কে জড়িয়েছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাঁকে। এ বার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল তাঁকে।

Advertisement

ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নেটাগরিকদের কেউ কেউ তা ভাল ভাবে নেননি। একজন লিখেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না আনাই ভাল। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।

আর একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘স্যার জী বোরখা তো পরাও’। আর একজন লিখেছেন, ‘ভাই, তুমি কেমন ধরনের ধর্মের অনুসারী? পুজোয় আসার পর তোমাকে মৃত্যুর হুমকি দেওয়া হল’। একজন আবার তাঁকে ‘ভীতু’ বলে চিহ্নিত করেছেন। অন্য জন রসিকতার ভঙ্গিতে লিখেছেন, ‘সাকিব, ক্ষমা প্রার্থনার চিঠি নিয়ে তৈরি হও’। একজন লিখেছেন, ‘এ ভাবে ফোটো দিও না। ফতোয়া এসে যাবে’।

Advertisement

আরও পড়ুন: নিজেকে উজাড় করে দেব, বাবার স্বপ্নপূরণই একমাত্র লক্ষ্য, বলছেন পিতৃহারা সিরাজ

আরও পড়ুন: জন্মদিনে কেক কাটলেন সাইনি, ছবি পোস্ট করল বিসিসিআই​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement