শাকিব আল হাসান টুইটার
আগের ম্যাচেই ড্যান ক্রিশ্চিয়ানের কাছে ওভারে পাঁচটি ছয় খেতে হয়েছিল। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন শাকিব আল হাসান। চার উইকেট তুলে নিয়ে অজিদের শেষ করে দেওয়াই শুধু নয়, গড়লেন নতুন রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার পাশাপাশি ১০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরাও হয়েছেন শাকিব।
নজির গড়ে শাকিব বলেন, ‘‘আমি এখনও খেলাটা উপভোগ করছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার সতীর্থদের ধন্যবাদ। ওদের সাহায্য ছাড়া আমি ভাল ক্রিকেট খেলতে পারতাম না।’’
শাকিব টি২০ সিরিজে মোট ১১৪ রান রান করার পাশাপাশি বল হাতে সাতটি উইকেট নিয়েছেন।
সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যে ভাল ছিল, না তা স্বীকার করে নেন সিরিজের সেরা হওয়া শাকিব। তিনি বলেন, ‘‘উইকেটের অবস্থা ভাল ছিল না। আমরা জানতাম ১২০-১৩০ রান করতে পারলে খেলায় থাকব। আমাদের শুরুটাও ভাল হয়েছিল। বোলাররা খুব ভাল বল করেছে এই সিরিজে। জোরে বোলাররা আমাদের কাজকে আরও সহজ করে দিয়েছিল। আমরা শুধু নিজেদের কাজটা করে গিয়েছি।’’
সোমবার অস্ট্রেলিয়াকে ৬২ রানেই শেষ করে দিয়ে ৪-১ ব্যবধানে টি২০ সিরিজে জিতল বাংলাদেশ। লজ্জার হার নিয়ে দেশে ফিরতে হবে অস্ট্রেলিয়াকে।