বড় রানের পথে শাকিব। ছবি: আইসিসি
চট্টগ্রামের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ শুরুতেই ফিরিয়ে দেন তামিম ইকবালকে (১৫ বলে ৯ রান)। বাংলাদেশের অন্য ওপেনার শাদনাম ইসলাম যদিও রান পেয়েছেন। ১৫৪ বলে ৫৯ রান করেন তিনি। রান পেয়েছেন শাকিব আল হাসান এবং লিটন দাসও। দিনের শেষে বাংলাদেশের স্কোর ২৪২/৫।
ওপেনার শাদনাম রান পেলেও উল্টো দিক থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার জমেল ওয়ারিকন। নাজমুল হোসেন, মমিনুল হক, মুশফিকুর রহিমরা ভাল শুরু করেও ফিরে গিয়েছেন। বাংলাদেশের হয়ে হাল ধরেন অভিজ্ঞ শাকিব এবং লিটন। শাকিব অপরাজিত ৩৯ রানে, লিটন করেছেন ৩৪ রান। বৃহস্পতিবার সকালে তাঁদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা।
শেষ সেশনে ১০২ রান যোগ করেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। ইতিমধ্যেই ৪৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন শাকিব এবং তামিম। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে প্রথম ইনিংসে বড় রান তোলাই প্রধান লক্ষ্য শাকিবদের। টেস্টের দ্বিতীয় দিনে সেই দায়িত্বই নিতে হবে ২ অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটসম্যানকে।