শেষ পর্যন্ত পাকিস্তান টি২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন শহিদ আফ্রিদি। কিন্তু খেলা ছাড়ছেন না সেটাও জানিয়ে দিয়েছেন। এশিয়া কাপ তার টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলের খেলা নিয়ে রীতিমতো সমালোচনায় জেরবার হতে হয়েছিল আফ্রিদিকে। সঙ্গে সঙ্গে উঠে গিয়েছিল অপসারণের দাবীও। এমন অবস্থায় আফ্রিদির অধিনায়কত্ব ছাড়াটা যে তাঁর একার সিদ্ধান্ত নয় সেটা পরিস্কার। কিন্তু জানিয়ে দিয়েছেন, তিনি কোনও চাপে পরে এই সিদ্ধান্ত নেননি। আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এটাই হয়তো তাঁর শেষ টুর্নামেন্ট অধিনায়ক হিসেবে। সেটাই হল। আফ্রিদি এদিন বলেন, ‘‘আজ আমি আমার পাকিস্তান ও সারা বিশ্বের ফ্যানদের জানাতে চাই যে আমি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালাম। এটা আমার নিজের সিদ্ধান্ত। আমার জন্য দেশের অধিনায়কত্ব করা গর্বের।’’
তবে অবসর নিচ্ছেন না আফ্রিদি। দল তাঁকে চাইলে তিনি খেলবেন। যদিও পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান আগেই বুঝিয়ে দিয়েছিলেন আফ্রিদির দলে জায়গাও পাকা নয়। যদিও অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর পর শাহরিয়র খানকেও ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি।
আরও খবর
ধোনিদের কোচ হতে পারেন দ্রাবির