বিরাট কোহালি এবং শাহবাজ নাদিম।
ভারত অধিনায়ক বিরাট কোহালির কথামতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বলকরতে গিয়েছিলেন নাদিম শাহবাজ। সাহস জুগিয়ে কোহালি তাঁকে বলেছিলেন, ভয়ের কোনও কারণ নেই। ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চারশোর বেশি উইকেটের মালিক তিনি। নাদিমকে নিজের স্বাভাবিক খেলা খেলতে বলেছিলেন কোহালি। ক্যাপ্টেনের কথামতোই বল করে নাদিম সাফল্য পাম রাঁচীতে। তৃতীয় টেস্ট ম্যাচের শেষে তাঁর নামের পাশে লেখা চার-চারটি উইকেট। ক্যাপ্টেনকে প্রশংসা ফিরিয়ে দিয়ে অভিষেক টেস্টেই নজরকাড়া নাদিম বলছেন, ‘‘বিরাট কোহালি এই মুহূর্তে সেরা অধিনায়ক। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়।’
অভিষেক টেস্টে নাদিম নজর কাড়লেও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। কাঁধের চোটের জন্য রাঁচীতে নামতে পারেননি কুলদীপ যাদব। সেই কুলদীপকেই ফেরানো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। নাদিম বলেছেন, ‘‘বিরাট কোহালি নেতা হিসেবেই জন্মেছে। শুধু মাঠেই নয়, ড্রেসিং রুম জমিয়ে রাখে কোহালি। মাঠের ভিতরে প্রতিটি বোলারকে সাহায্য করে কোহালি। ওর আগ্রাসী মনোভাব এবং ব্যাটিং দক্ষতা দিয়ে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই ভারতীয় দল এখন বিশ্বসেরা।’’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরু থেকেই দাপট দেখায় ভারত। বিশাখাপত্তনম, পুণে ও রাঁচীতে জিতে টেস্ট সিরিজে প্রোটিয়া-ব্রিগেডকে হোয়াইটওয়াশ করে ভারত।উইনার্স ট্রফি হাতে নেওয়ার সময়ে কোহালি ও দলের বাকি সদস্যরা ডেকে নেন নাদিমকে। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে ভারতের স্পিনার বলছেন, ‘‘উইনার্স ট্রফিটা হাতে তুলেই কোহালি আমাকে ট্রফিটা ধরতে বলে।’’
নিজের পারফরম্যান্স প্রসঙ্গে নাদিম বলেন, ‘‘ম্যাচে চারটি উইকেট নেওয়ায় আমি খুশি। আমি অনেক ঘরোয়া ম্যাচ খেলেছি। অভিজ্ঞতাও প্রচুর। আন্তর্জাতিক ক্রিকেটে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। অভিষেক টেস্টে নিজের পারফরম্যান্সে খুশি। কোহালি এবং আমি উইকেট নিয়ে আলোচনা করছিলাম। ম্যাচের বিভিন্ন সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আমাদের পরিকল্পনা কাজে লেগেছে।’’
আরও পড়ুন- বোর্ডের তরফে ৭২টি গোলাপি বলের অর্ডার ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এসজি-কে
আরও পড়ুন-চ্যাম্পিয়নের মতোই ফিরে এস বন্ধু, শাকিবের পাশে দাঁড়িয়ে বলছেন মুশফিকুর