শেফালি বর্মা টুইটার
প্রথম টেস্ট খেলতে নেমেই ৯৬ রান করে রেকর্ড বইয়ে নিজের নাম তুলে ফেললেন শেফালি বর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জোড়া রেকর্ড করলেন তিনি। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে ছক্কা মারার রেকর্ডও করলেন হরিয়ানার রোহতকের শেফালি।
ভারতীয়দের মধ্যে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল চন্দ্রকান্ত কৌরের ৭৫ রান। সেই রেকর্ড টপকে ৯৬ রান করেন শেফালি। প্রথম ভারতীয় হিসেবে অভিষেক ম্যাচে ছয় মারলেন তিনি।
শুধু তাই নয়, টেস্টে ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে শেফালি দ্বিতীয়, যাঁর ব্যাট থেকে এসেছে ছয়। ন্যাট স্কেভিয়ারের বলে ছয় মেরে রেকর্ড গড়েন ভারতের ওপেনার।
শতরান হাতছাড়া হল শেফালি বর্মার। ৯৬ রানে কেট ক্রসের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। দিনের শেষে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারতের মেয়েরা।
শেফালির ১৫২ বলের ইনিংসে ১৩টি চার, ২টি ছয় রয়েছে। ৯৬ রানে কেট ক্রসের বলে অ্যানিয়া স্রাবসোলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে।