গোলের পর বোনো। ছবি টুইটার
ম্যাচের শেষ মুহূর্তের খেলা চলছে তখন। হার কার্যত নিশ্চিত। হঠাৎই ঘুরে দাঁড়িয়ে গোল করে ম্যাচ ড্র করে দিল সেভিয়া। সৌজন্যে ৯৪ মিনিটে গোলকিপার ইয়াসিন বোনোর গোল। রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র রাখল সেভিয়া।
ফ্যাবিয়ান ওরেলানার পেনাল্টি থেকে ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল ভায়াদোলিদ। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইভান রাকিতিচদের সেভিয়া। ম্যাচের শেষ মিনিটে কর্নার পায় তারা।
সে সময়েই ভুল ডিফেন্ডিং ভায়াদোলিদের। অস্কার রদরিগেজের ক্রস ভায়াদোলিদের কেউ আটকাতে যাননি। সেই বল পোস্টে লেগে যায় সেভিয়ার জুলস কৌন্দের কাছে। কৌন্দে পাস বাড়ান বোনোকে। বাঁ পায়ে হালকা শটে বল জালে জড়ান বোনো।
ম্যাচের পর তিনি বলেছেন, “কঠিন ম্যাচ ছিল। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি। তারই ফসল এই গোল।” কেরিয়ারে প্রথম বার গোল পেলেন মরক্কোর এই গোলকিপার। দুই মাদ্রিদ এবং বার্সেলোনার পরে লা লিগায় চতুর্থ স্থানে সেভিয়া।