Serie A

রোনাল্ডোর গোল, তবু জয় অধরা জুভেন্তাসের

এই ড্রয়ের ফলে ৩ নম্বরে রইল জুভেন্তাস। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট রোনাল্ডোদের। দুই নম্বরে রয়েছে এসি মিলান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪২
Share:

গোলের পর রোনাল্ডো। ছবি: টুইটার থেকে

এ বারের সেরি এ-তে ১৯তম গোল পেয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগের খেলায় যদিও জয় পেল না তাঁর দল জুভেন্তাস। ভেরোনার বিরুদ্ধে শনিবার রাতে ১-১ গোলে শেষ হয় ম্যাচ। লিগ শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি হয়ে গেল জুভেন্তাসের।

Advertisement

প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। জুভেন্তাস কোচ আন্দ্রে পির্লো বলেন, “আমরা লিড নিতে পেরেছিলাম, সেটাই কঠিন ছিল। ধরে রাখতে পারিনি সেটাই দুঃখের।” ৪৯ মিনিটে গোল করেন রোনাল্ডো। ৭৭ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন ভেরোনার আন্তোনিন বারাক।

এই ড্রয়ের ফলে ৩ নম্বরে রইল জুভেন্তাস। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট রোনাল্ডোদের। দুই নম্বরে রয়েছে এসি মিলান। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ইন্টার মিলানের একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট ৫৩। লিগ জিততে সামনে কঠিন লড়াই রোনাল্ডোদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement