Sergio Ramos

Sergio Ramos: জার্সি বদলালেন র‌্যামোস, রোনাল্ডোর পর এবার খেলবেন নেমারের পাশে

প্রত্যাশামতোই প্যারিস সঁ জঁ-তে সই করলেন সের্খিও র‌্যামোস। বৃহস্পতিবারই এই খবর জানানো হয়েছে ক্লাবের তরফে। ২ বছরের জন্য চুক্তি করলেন র‌্যামোস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২১:১৭
Share:

প্যারিসের জার্সি হাতে র‌্যামোস। ছবি টুইটার

প্রত্যাশামতোই প্যারিস সঁ জঁ-তে সই করলেন সের্খিও র‌্যামোস। বৃহস্পতিবারই এই খবর জানানো হয়েছে ক্লাবের তরফে। ২ বছরের জন্য চুক্তি করলেন র‌্যামোস।

Advertisement

এই খবর যদিও মন ভেঙে দিয়েছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। দীর্ঘ ১৬ বছর তাঁরা সাদা জার্সি গায়ে দেখে আসছিলেন র‌্যামোসকে। রিয়ালেই থাকতে চেয়েছিলেন র‌্যামোস, কিন্তু চেয়েছিলেন ২ বছরের চুক্তি। তা দিতে রাজি হননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। উল্টে যে ১ বছরের চুক্তির অফার তাঁকে দেওয়া হয়েছিল তা-ও প্রত্যাহার করে নেওয়া হয়। বাধ্য হয়ে অন্য ক্লাবের খোঁজ করতে থাকেন র‌্যামোস।

পিএসজি-তে ২ বছরের জন্যেই চুক্তিবদ্ধ হলেন তিনি। ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, “এই ক্লাব ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণ করেছে। আমি চাই প্যারিসকে অন্য উচ্চতায় নিয়ে যেতে এবং যতগুলি সম্ভব ট্রফি জিততে। এই ক্লাবে নতুন করে স্বপ্ন দেখতে চাই।”

Advertisement

গত মরসুমে চোটের কারণে রিয়ালের হয়ে বেশি ম্যাচে খেলতে পারেননি র‌্যামোস। তাই তাঁকে ইউরো কাপের দলের রাখেননি কোচ লুইস এনরিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement