অ্যাথলেটিক্সে ডোপিং নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ চান সের্গেই বুবকা। পোল ভল্টের কিংবদন্তি বলেছেন, ‘‘ডোপিং ধরার প্রক্রিয়া আরও সহজ আর দ্রুত হওয়া প্রয়োজন।’’ বর্তমানে পদ্ধতি অতিরিক্ত জটিল আর সময়সাপেক্ষ জানিয়ে বুবকার দাবি, ডোপিং ধরতে গবেষণায় জোর দিতে হবে। ‘‘যাতে আমরা চিটিংবাজদের চেয়ে এক পা এগিয়ে থাকি।’’ ডোপিং অ্যাথলেটিক্সের সব চেয়ে বড় শত্রু দাবি করে বুবকা বলেছেন, ‘‘লড়াইটা হারলে চলবে না। বিশ্ববাসী অ্যাথলিটদের ডোপ করতে দেখলে সমস্ত খেলা নিয়েই তাদের মনে সন্দেহ তৈরি হয়।’’ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে বুবকা দাঁড়িয়েছেন সেবাস্তিয়ান কো-র বিরুদ্ধে।