তারকা: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে প্রত্যাশামতোই সেরিনা উইলিয়ামস। জিতলেন স্ট্রেট সেটে। সোমবার। এএফপি
দাবানল-বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় বায়ুদূষণের সমস্যা প্রভাব ফেলতে পারে অস্ট্রেলীয় ওপেনে। আশঙ্কা সেরিনা উইলিয়ামসের। মার্কিন তারকা সোমবার প্রথম রাউন্ডে ৬-০, ৬-৩ ফলে আনাস্তাসিয়া পোটাপোভার বিরুদ্ধে জেতার পরে বলেন, ‘‘বায়ুদূষণ নিয়ে চিন্তায় আছি। শুধু আমি নয়, হয়তো সবাই।’’
মেয়ের জন্মের সময় সেরিনার ফুসফুসে রক্ত জমে গিয়েছিল। সেই কারণে বায়ুদূষণে তাঁর সমস্যা হতে পারে বলে মনে করেন কি না, জানতে চাইলে সেরিনা বলেন, ‘‘আমার মাথাতেও কথাটা এসেছিল। পরে মনে হল, এটা নিয়ে হয়তো একটু বেশিই ভাবছি।’’ বায়ুদূষণের পাশাপাশি অস্ট্রেলীয় ওপেনে বৃষ্টির সমস্যাও ভোগাচ্ছে। সোমবার ৬৪টি ম্যাচ হওয়ার কথা থাকলেও ১৭টি বৃষ্টির জন্য বাতিল করতে হয়েছে।
মেয়েদের সিঙ্গলসে সেরিনা জিতলেও হেরে গিয়েছেন তাঁর দিদি ভিনাস। ১৫ বছর বয়সি মার্কিন তারকা কোকো গফ ৭-৬ (৭-৫), ৬-৩ উড়িয়ে দেন তাঁর চেয়ে ২৪ বছরের বড় ভিনাসকে। গত বছর উইম্বলডনে হইচই ফেলে দেওয়া তরুণী কোকো এই জয়ের পরে বলেছেন, ‘‘যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারি বলে বিশ্বাস করি।’’ গত বারের চ্যাম্পিয়ন নেয়োমি ওসাকাও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তিনি ৬-২, ৬-৪ হারান চেক প্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে।