চ্যাম্পিয়ন লিয়েন্ডারের অভিযান শেষ

‘সুপার সেরিনা’ টেক্কা দিতে চান ফেডেরারকে

যুক্তরাষ্ট্র ওপেনে এ বার নিজের পোশাক ডিজাইন করার সময় দুটো চরিত্র মাথায় ছিল সেরিনা উইলিয়ামসের। পোশাকের ‘ফ্লুরোসেন্ট পিঙ্ক স্লিভস’গুলো তাঁকে নাকি ‘ওয়ান্ডার উওম্যান’ আর ‘সুপারউওম্যান’ দুই সুপারহিরো চরিত্রকে মনে করিয়ে দিচ্ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৫৫
Share:

পোশাক বদলালেও আগুনে ফর্ম বদলাচ্ছে না সেরিনার। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ওপেনে এ বার নিজের পোশাক ডিজাইন করার সময় দুটো চরিত্র মাথায় ছিল সেরিনা উইলিয়ামসের। পোশাকের ‘ফ্লুরোসেন্ট পিঙ্ক স্লিভস’গুলো তাঁকে নাকি ‘ওয়ান্ডার উওম্যান’ আর ‘সুপারউওম্যান’ দুই সুপারহিরো চরিত্রকে মনে করিয়ে দিচ্ছিল।

Advertisement

রবিবার তিনি দেখালেন পোশাকগুলো সত্যিই ‘সুপার সেরিনাকে’ মানায়।

স্টেফি গ্রাফের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড ভাঙার আগে আরও দুটো নজির গড়ে ফেললেন একই দিনে যুক্তরাষ্ট্রের তারকা।

Advertisement

সুইডেনের জোহানা লারসনকে ৬-২, ৬-১ উড়িয়ে প্রি-কোয়ার্টারে ওঠার পাশাপাশি গ্র্যান্ড স্ল্যামে ৩০৭ নম্বর ম্যাচ জিতলেন সেরিনা। ভাঙলেন মার্টিনা নাভ্রাতিলোভার মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। যে ম্যাজিক ফিগারে পৌঁছে সেরিনা ছুঁয়ে ফেললেন রজার ফেডেরারকেও। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী প্লেয়ার হিসেবে।

ম্যাচের পর সেরিনার কথাতেও ‘সুপার-টাচ’। মার্কিন তারকা বলেন, ‘‘মেয়েদের পাশাপাশি ছেলেদেরও নজির স্পর্শ করাটা সুপার-বিরল। প্রচণ্ড উত্তেজিত ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই চাইব এই সংখ্যাটা আরও এগিয়ে নিয়ে যেতে।’’ তা পারলে ফেডেরারের গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকেও টেক্কা দেবেন সেরিনা।

লারসনকে এক ঘণ্টার লড়াইয়ে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সেরিনার আরও একটা ব্যাপার দেখে তাঁর ভক্তরা নিশ্চিন্ত হতে পারেন। কাঁধের চোটটা যে ভাবে সামলে শট নিচ্ছেন তিনি। সেরিনা বললেন, ‘‘এখন অনেক ভাল মনে হচ্ছে। চোটটা কাটিয়ে উঠে এই জায়গায় আসতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমায়।’’ চতুর্থ রাউন্ডে এ দিন সহজ জয় পেলেন ভিনাস উইলিয়ামসও। ৬-১, ৬-২-এ তিনি হারান জার্মান প্রতিদ্বন্দ্বীকে।

তবে সেরিনা-ভিনাস সহজে জিতলেও পুরুষদের সিঙ্গলসে কিন্তু দুই বাছাইদের লড়াইয়ে ছবিটা অন্য দেখা গেল এ দিন। ফেডেরারের দেশের দু’বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে একটা ম্যাচ পয়েন্ট আটকে প্রচুর লড়াই করে জিততে হল ব্রিটেনের ড্যান ইভান্সের বিরুদ্ধে। ফল ৪-৬, ৬-৩, ৬-৭ (৬-৮), ৭-৬ (১০-৮), ৬-২। তৃতীয় বাছাই ও যুক্তরাষ্ট্র ওপেনের দু’বারের সেমিফাইনালিস্ট ওয়ারিঙ্কা অবশ্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বলে দেন, ‘‘ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জেতাটা সবসময়ই স্পেশ্যাল।’’ অবশ্য ম্যাচের মধ্যেই গোড়ালিতে চোট পাওয়ায় টেপ বেঁধে খেলতে হয় সুইস খেলোয়াড়কে।

আর এক গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকেও এ দিন কিছুটা হলেও বিপদে পড়ে যেতে হয়েছিল। অ্যান্ডি মারেকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪০ নম্বর ইতালির পাওলো লোরেঞ্জির বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জিতলেন মারে। তবে প্রথম দু’সেটে মারেকে দাপট দেখানোর সুযোগই দেননি পাওলো। উইম্বলডন চ্যাম্পিয়ন আর রিও অলিম্পিক্সে সোনাজয়ীর বিরুদ্ধে লোরেঞ্জির এতটা লড়াই হবে সেটা ভাবা যায়নি। তার উপর লোরেঞ্জির প্রথম এটিপি খেতাব জেতেন জুলাইয়ে। মারে পরে বলেন, ‘‘তাড়াহুড়ো করাটা বন্ধ করতে হয়েছিল জিততে। প্রচুর আনফোর্সড এরর করছিলাম। লোরেঞ্জি কোনও সুযোগ দিচ্ছিল না।’’

মারেকে কোয়ার্টার ফাইনালে উঠতে মারিয়া শারাপোভার প্রাক্তন প্রেমিক গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হতে হবে। আর ওয়ারিঙ্কা খেলবেন বিশ্বের ৬৩ নম্বর ইউক্রেনের ইলিয়া মারচেঙ্কোর বিরুদ্ধে।

ভারতীয় সমর্থকদের জন্য দিনটা ভাল-মন্দ মিশিয়ে গেল। সানিয়া মির্জা আর রোহন বোপান্নারা এগোলেও থেমে গেল লিয়েন্ডার পেজের অভিযান। গত বারের চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিস ও লিয়েন্ডারের জুটি মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেল কোকো ভান্ডেওয়েঘে ও রাজীব রামের বিরুদ্ধে। ফল ৭-৬ (১), ৩-৬, ১৩-১১। আগেই পুরুষদের ডাবলসে হেরে গিয়েছিলেন লিয়েন্ডার। তবে সানিয়া মির্জা ও বারবোরা স্ট্রাইকোভার জুটি তৃতীয় রাউন্ডে উঠল। স্ট্রেট সেটে জেতেন তাঁরা। বোপান্না ও কানাডার গাব্রিয়েলা ডাব্রোস্কিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা ৫-৭, ৬-৩, ১০-৭ হারান লুকাস কুবো-আন্দ্রিয়া হাভাকোভা জুটিকে। রবিবার আবার মিক্সড ডাবলসে সানিয়া আর ইভান ডডিজের জুটি দ্বিতীয় রাউন্ডে হারল। শীর্ষবাছাই সানিয়াদের ছিটকে দেন ক্রেসিকোভা-ড্রাগানজা জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement