Bad Things for Kids

৩ জিনিস: বায়না করলেও বাড়ির খুদে সদস্যটির হাতে তুলে দেবেন না, তাতে শিশুরই ক্ষতি

শিশুদের মন, ত্বক দুই-ই অত‍্যন্ত স্পর্শকাতর হয়। তাই তাদের জন‍্য কিছু কেনার আগে বাড়তি বিবেচনা জরুরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১০:৫৬
Share:

খুদেকে কোন কোন জিনিস কিনে দেবেন না? ছবি: সংগৃহীত।

শৈশব মানেই সব পেয়েছির দেশের বাসিন্দা হতে ইচ্ছা করে। যা কিছুই চোখে পড়ে, মনে ধরে, সব কিছুই নিজের করে পেতে ইচ্ছা করে। কিন্তু বাবা-মাকে বুঝতে হবে, কোন জিনিসগুলি সন্তানের হাতে তুলে দেবেন, কোনগুলি নয়। খুদের জন‍্য কিছু কেনার আগে তাই বিবেচনা করা জরুরি।

Advertisement

যন্ত্রপাতি

ভিডিয়ো গেম কিংবা এই ধরনের যান্ত্রিক উপহার শিশুদের জন‍্য ক্ষতিকর। এমনিতেই চিকিৎসকেরা শিশুর 'স্ক্রিন টাইম' কমাতে বলছেন। সেখানে যান্ত্রিকতায় তাকে ঠেলে দেওয়া উচিত হবে না।

Advertisement

মিষ্টি খাবার

শিশুরা ঝাল খেতে পারে না একেবারেই। তাই মিষ্টি স্বাদের খাবারের প্রতিই বেশি ঝোঁক শিশুদের। তবে তাই বলে বেশি চিনিযুক্ত চকোলেট, কুকিজ, আইসক্রিম বেশি খাওয়ানো একেবারেই উচিত নয়। কারণ শিশুদের মধ‍্যে স্থূলতার ঝুঁকি বাড়ছে। তাই সন্তানের খাওয়াদাওয়ার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

অস্বস্তিজনক পোশাক

শিশুদের ক্ষেত্রে স্বস্তি খুব বড় বিষয়। তাই খুদের জন‍্য এমন কোনও জামাকাপড় কিনবেন না, যেগুলি তার জন‍্য অস্বস্তির কারণ হতে পারে। শিশুর খেলাধুলো, চলাফেরায় পোশাক যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে, জামা কেনার সময় সেই বিষয়টি দেখা মাথায় রাখা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement