তৃতীয় রাউন্ডে সেরেনা, নাদাল, জিতলেন পেজ, বোপান্নাও

ইউএস ওপেনে দিনটা ভালই গেল ভারতীয় তারকাদের। ডাবলস এবং মিক্সড ডাবলসে নিজেদের ম্যাচগুলি জিতলেন লিয়েন্ডার পেজ এবং রোহন বোপান্না। স্থানীয় জুটিকে স্ট্রেট সেটে হারাতে একেবারেই বেগ পেতে হয়নি লি-হিঙ্গিস জুটিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০১
Share:

তৃতীয় রাউন্ডে উঠলেন সেরেনা। ছবি: এএফপি।

ইউএস ওপেনে দিনটা ভালই গেল ভারতীয় তারকাদের। ডাবলস এবং মিক্সড ডাবলসে নিজেদের ম্যাচগুলি জিতলেন লিয়েন্ডার পেজ এবং রোহন বোপান্না।

Advertisement

স্থানীয় জুটিকে স্ট্রেট সেটে হারাতে একেবারেই বেগ পেতে হয়নি লি-হিঙ্গিস জুটিকে। খেলার ফল ৬-২, ৬-২। স্ট্রেট সেটে জিতলেন বোপান্নারাও। ঘণ্টাখানেকের লড়াইয়ে ইন্দো-রোমানিয়ান জুটি উঠলেন দ্বিতীয় রাউন্ডে।

তবে শীর্ষ বাছাই সেরেনা উইলয়ামসকে তৃতীয় রাউন্ডে উঠতে বেশ ঘাম ঝরাতে হল। ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে নামা সেরেনাকে এ দিন যথেষ্ট বেগ দিলেন ১১০তম ডাচ কোয়ালিফায়ার কিকি বার্তেন্স। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩৪টি আনফোর্সড এরর এবং ১০টি ডাবল ফল্ট করে মেয়েদের এক নম্বর জিতলেন ৭-৬(৭-৫), ৬-৩ সেটে। জিতে উঠে সেরেনা বলেন, “আজ প্রতিটা পয়েন্টের জন্য আমায় লড়াই করতে হয়েছে। হয়ত একটু বেশি রিল্যাক্সড হয়ে পড়েছিলাম।” ৩৩ বছর বয়সী আমেরিকান চলতি টুর্নামেন্ট জিতলে ওপেন এরায় ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা স্টেফি গ্রাফের রেকর্ড স্পর্শ করবেন। সূচি অনুয়াযী এ বারে প্রথম দশে থাকা কারও সঙ্গে ম্যাচ না পড়লেও ফাইনালে উঠতে পারেন সেরেনা। কোয়ার্টারে তিনি মুখোমুখি হতে পারেন দিদি ভেনাসের।

Advertisement

তৃতীয় রাউন্ডে উঠলেন অষ্টম বাছাই রাফায়েল নাদালও। তিন সেটের লড়াইয়ে আর্জেন্তিনীয় প্রতিদ্বন্দ্বীকে হারানোয় কোয়ার্টারে জকোভিচের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বাড়ালেন। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন ডেভিড ফেরার এবং গত বারের চ্যাম্পিয়ন মারিন চিলিচও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement