Novak Djokovic

Novak Djokovic: আপাতত অস্ট্রেলিয়াতেই থাকছেন জোকোভিচ, গ্র্যান্ড স্ল্যাম খেলবেন কি না তা নিশ্চিত নয়

জোকোভিচ করোনা টিকা নিয়েছেন কি না তার সঠিক প্রমাণ না থাকার কারণে ভিসা বাতিল করার নির্দেশ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৮:২০
Share:

হতাশ জোকোভিচ। —ফাইল চিত্র

অস্ট্রেলিয়ান ওপেনে লড়াইয়ে নামার আগে আরও বড় লড়াইয়ের মুখোমুখি নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল হওয়ার মুখে। সেই নিয়ে চলছে মামলা। তবে সোমবারের আগে শুনানি হবে না। তাই আপাতত অস্ট্রেলিয়াতেই থাকবেন জোকোভিচ।

জোকোভিচ করোনা টিকা নিয়েছেন কি না তার সঠিক প্রমাণ না থাকার কারণে ভিসা বাতিল করার নির্দেশ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিমানবন্দর থেকেই তাঁকে ফিরে যেতে হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে জোকোভিচ জানিয়েছিলেন, তিনি চিকিৎসকদের থেকে অস্ট্রেলিয়া আসার ছাড়পত্র পেয়েছেন। সেই জন্যই খেলতে এসেছেন অস্ট্রেলিয়ায়। কিন্তু দু’পক্ষের মধ্যে লড়াই চলছে। মামলার শুনানি হবে সোমবার।

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল করোনা টিকা নিয়ে তবেই খেলতে আসতে হবে। তা না থাকলে সঠিক কারণ দেখিয়ে চিকিৎসকদের ছাড়পত্র প্রয়োজন। কীসের ভিত্তিতে জোকোভিচকে অস্ট্রেলিয়া আসার ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে টিকা নিতে অনীহার কথা আগেই জানিয়েছিলেন জোকোভিচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement